শ্রীনগর, 19 অগস্ট : ভারত সরকার ও ভারতীয় সেনার বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করছেন ৷ এই অভিযোগে মামলা দায়ের করা হল JNUSU নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী আলাখ অলোক শেহলার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আজ ৷ শেহলার গ্রেপ্তারের দাবিও করেছেন তিনি অভিযোগে ৷
কেন্দ্র ও সেনার নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন শেহলা, গ্রেপ্তারির দাবিতে মামলা - Shehla Rashid arrest
সুপ্রিম কোর্টের আইনজীবী মামলা করলেন শেহলা রশিদের নামে ৷
370 ধারা প্রত্যাহারের পর শেহলা রশিদ টুইট করে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন । শেহলার মতে জম্মু ও কাশ্মীর সরকারকে রাজ্যপাল ও গণপরিষদ থেকে আইনসভা থেকে পরিবর্তন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংবিধান-বিরোধী ।
শেহলা টুইট করেছিলেন শ্রীনগর ও তার কাছাকাছি এলাকায় যাতায়াত করা যাচ্ছে মোটামুটি ৷ তবে গণমাধ্যমের প্রবেশ নিষেধ ৷ তিনি লিখেছিলেন, রান্নার গ্যাসও ফুরিয়ে আসছে এলাকায় ৷ শেহলা টুইটারে অভিযোগ জানিয়েছিলেন, শোপিয়ান এলাকায় চার যুবকের উপর ভারতীয় সেনা অত্যাচার চালিয়েছে ৷ অত্যাচারের শব্দ যাতে এলাকাবাসী শুনতে পান, তাই মাইক লাগানোর অভিযোগও তুলেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ৷ এরপরই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শেহলার বিরুদ্ধে ৷