পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজীব কুমারের আবেদন শুনতে বিশেষ বেঞ্চ নয়, জানাল সুপ্রিম কোর্ট - rajeev

চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট আইনি সহায়তার জন্য 7 দিন সময় দিয়েছিল । সেই মেয়াদ বাড়ানোর জন্য গতকাল আবেদন জানান তিনি । সেই আবেদন শুনতে বিশেষ বেঞ্চ তৈরি হতে পারে জানা গেলেও তা হচ্ছে না বলে আজ জানাল আদালত ।

ফাইল ফোটো

By

Published : May 21, 2019, 12:48 PM IST

দিল্লি, 21 মে : রাজীব কুমারের আবেদন শুনতে বিশেষ বেঞ্চ নয় । জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । আইনি সহায়তার জন্য আদালত তাঁকে 7 দিনের সময় দিয়েছিল । রাজ্যে কর্মবিরতি চলছে এই বলে গতকাল সুপ্রিমকোর্টের কাছে সেই মেয়াদ বাড়ানোর আবেদন জানান তিনি ।

চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 23 মে'র মধ্যে আইনি সহায়তার আবেদন করতে পারবেন তিনি । কিন্তু, 25 দিন ধরে রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলায় আইনি সহায়তা পাননি তিনি । বাধ্য হয়েই শীর্ষ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেন রাজীব ।

তাঁর আবেদনের পর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান । প্রধান বিচারপতির অনুমতি পাওয়া গেলে 3 সদস্যের একটি বেঞ্চ গঠিত হবে বলেও জানা গেছিল ।

ABOUT THE AUTHOR

...view details