লখনউ, 23 অগাস্ট : দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গি আবু ইউসুফের বাড়ি থেকে মিলল কেজি কেজি বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, আত্মঘাতী জ্যাকেট, বেল্ট, IED, বোমা-সহ স্প্লিন্টারের জন্য ব্যবহৃত বিয়ারিং বল । মিলল ISIS-এর পতাকাও । গতকালই উত্তরপ্রদেশের বলরামপুরে পৌঁছায় দিল্লি পুলিশের বিশেষ দল । এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে । লাল সতর্কতা জারি হয়েছে গোটা রাজ্যে ।
গতকাল ভোররাতে বিস্ফোরক, IED-সহ দিল্লিতে আবু ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয় 30টি বোর পিস্তল, চারটি কার্তুজ । সে জঙ্গি সংগঠন ISIS-র সক্রিয় সদস্য বলে সন্দেহ করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় 15 কেজি IED ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র । তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার কাছে প্রেসার কুকারের মধ্যে বিস্ফোরক রাখা ছিল । পরে জানা যায়, তার বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে । এরপর গতকালই দিল্লি পুলিশ পৌঁছায় সেই গ্রামে । কার্যত সিল করে দেওয়া হয় গোটা গ্রাম । জিজ্ঞাসাবাদ শুরু হয় গ্রামবাসীকে । আজ সকালে আবু ইউসুফ ওরফে মহম্মদ মুস্তাকিমের বাড়ি পৌঁছায় দিল্লি পুলিশ । সেখান থেকে 15 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় । যা প্রেসার কুকারের মধ্যে IED হিসেবে ছিল । উদ্ধার হয় কার্তুজ ও পিস্তলও ।
এছাড়াও তার বাড়িতে তল্লাশি চালিয়ে দু'টো আত্মঘাতী জ্যাকেট (যার মধ্যে সাতটা করে বিস্ফোরক ভরা প্যাকেট ছিল), তিন কেজি বিস্ফোরক ভরা একটি চামড়ার বেল্ট পাওয়া গেছে । পাওয়া গেছে ইলেক্ট্রিকের তার, লিথিয়াম ব্যাটারি, লোহার পাত্র ও প্যাকেট প্যাকেট বিয়ারিং বল । তল্লাশির পর পুলিশ জানিয়েছে, আবু ইউসুফ কয়েকটি ছোটো IED গ্রামের মাঠে বিস্ফোরণও করিয়েছে পরীক্ষার জন্য ।