পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইয়েস ব্যাঙ্ক মামলায় সমন শিল্পপতি সুভাষ চন্দ্রকে - ইয়েস ব্যাঙ্ক

25 নভেম্বর জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় থেকে পদত্যাগ করেন সুভাষ চন্দ্র ৷ এবার ইয়েস ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় এবার সমন পাঠানো হল তাঁকে ।

সুভাষ চন্দ্র
সুভাষ চন্দ্র

By

Published : Mar 16, 2020, 10:56 PM IST

Updated : Mar 17, 2020, 7:26 AM IST

দিল্লি, 16 মার্চ : ইয়েস ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় এবার সমন পাঠানো হল এসেল গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সুভাষ চন্দ্রকে ।

ইয়েস ব্যাঙ্ক থেকে 8 হাজার 400 কোটি টাকা ঋণ নিয়েছিল সুভাষ চন্দ্রর এসেল গ্রুপ । তাঁকে বুধবার ED-র দপ্তরে ডাকা হয়েছে । এর পাশাপাশি সমন পাঠানো হয়েছে শিল্পপতি অনিল আম্বানি ও অভন্থা গ্রুপের গৌতম থাপারকেও । এর আগেও অনিল আম্বানিকে সমন পাঠানো হয়েছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ED-র দপ্তরে যাননি তিনি ।

25 নভেম্বর জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় থেকে পদত্যাগ করেন সুভাষ চন্দ্র ৷ যদিও নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন তিনি ৷

চলতি মাসের শুরুতেই ইয়েস ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় RBI ৷ 3 এপ্রিল পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার সীমাও নির্ধারণ করে দেওয়া হয় ৷ বলা হয়, গ্রাহকরা 3 এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে 50 হাজার টাকা তুলতে পারবেন ৷ এরপর গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানায়, "পুনরুদ্ধার প্রকল্পটি শুরুর 18 ঘণ্টার মধ্যে ব্যাঙ্কের পুনর্গঠন ও টাকা তোলার ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশটি কার্যকর হবে তিনটি কার্যদিবসের মধ্যেই ৷ "

Last Updated : Mar 17, 2020, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details