হায়দরাবাদ, 27 জুন : কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে কোথাও যেন অনিশ্চয়তায় দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভবিষ্যৎ ৷ বাতিল হয়েছে CBSE-র বাকি থাকা পরীক্ষাগুলি ৷ এই পরিস্থিতিতে অনেকে এবারের পরীক্ষা বাদ দেওয়ার কথাও ভাবছেন ৷ এবার সেই বিষয়ে পরামর্শ দিলেন CBSE-র প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, ছাত্র-ছাত্রীরা যেন পরীক্ষাগুলি বাদ না দেয় ৷ সামগ্রিক বিষয়টিকে যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করেন পড়ুয়ার অভিভাবকরা ৷
অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "ছাত্র-ছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল ৷ তাই তাদের মনে অনেক আশঙ্কা রয়েছে । এনিয়ে আমি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি ৷ তারা যেন কোনও পরীক্ষা বাদ না দেয়, সেই পরামর্শও দিয়েছি ৷ কারণ এতে একটি ভালো ভবিষ্যৎ নির্বাচন বা উচ্চতর শিক্ষায় বিষয় নির্বাচনেও অসুবিধা হতে পারে ৷৷"
বিষয়টির উপর অভিভাবকদের জোর দেওয়া উচিত ৷ এমনই মনে করেন অশোক গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "এইবছর পড়ুয়াদের এগিয়ে যাওয়া উচিত ৷ পরীক্ষা দেওয়া উচিত ৷ পাশাপাশি বোর্ডের যে ফলাফল তা মেনে নেওয়া উচিত ৷ প্রয়োজনে ইমপ্রুভমন্টে এগজ়ামিনেশনে অংশ নিতে পারে তারা ৷ কিন্তু পরীক্ষাগুলি বাদ দিয়ে, একটি গোটা শিক্ষাবর্ষ অপচয় করা যায় না ৷ অভিভাবকদের আমার পরামর্শ, বিষয়টি নিয়ে অভিভাবকরা ভাবনা-চিন্তা করুন এবং তাঁদের বাচ্চাদেরও বোঝান ৷"
ভি়ডিয়োয় শুনুন অশোক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য গতকাল CBSE-র তরপে ঘোষণা করা হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল 15 জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে । বোর্ডের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি ইমপ্রুভমন্টে এগজ়ামিনেশনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু দশম শ্রেণির পড়ুয়াদের কোনও বিকল্প দেওয়া হবে না ।
পরিকল্পনা অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণিতে যারা সমস্ত পরীক্ষা দিতে পেরেছে, তাদের পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে । পড়ুয়ারা নির্বাচিত যে পরীক্ষাযগুলিতে বসবে, সেই পরীক্ষাগুলির মূল্যায়ন করে, তাদের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে ৷