তিরুবনন্তপুরম, 10 অগাস্ট : টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা । বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 42 । ইতিমধ্যেই 9টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । কোঝিকোড, মাল্লাপুরাম ও ওয়াইনাডেই প্রাণ হারিয়েছেন 29 জন । রাজ্যে এক লাখেরও বেশি মানুষকে 988টি ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়াইনাড জেলাতেই প্রায় 25 হাজার মানুষকে ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়ানাডের প্রবল ধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
কেরালায় মৃত বেড়ে 42, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে নির্মলা - বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ
ইতিমধ্যেই 9টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । কোঝিকোড, মাল্লাপুরাম ও ওয়াইনাডেই প্রাণ হারিয়েছেন 29 জন ।
এদিকে রানওয়ে জলমগ্ন হয়ে পড়ায় রবিবার বিকেল তিনটে পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ । আগে কর্তৃপক্ষ জানিয়েছিল বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে । তবে পরিস্থিতির অবনতি হওয়ায় ও আগামী দু'দিন মধ্য কেরালায় প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় রবিবার পর্যন্ত সব আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে বহু বিমান বাতিল হচ্ছে । আর কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । তবে রানওয়ে থেকে জল নিষ্কাশন করা সম্ভব হওয়ায় আটকে থাকা তিনটি বিমান উড়ান ভরেছে ।
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কর্নাটকেও । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আজ পৌছাঁন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ । রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল । জল ঢুকেছে একাধিক গ্রামেও । 1,410 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে চার হাজার বাড়ি । কর্নাটকে এখনও পর্যন্ত 272টি ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 44 হাজারেরও বেশি মানুষকে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 72 জনের । কর্নাটকের 15টি জেলায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ।