গাজিয়াবাদ , ৩০ এপ্রিল : গিয়েছিলেন মুদি দোকানে , ফিরলেন বউ নিয়ে । কি আশ্চর্য হলেন তো ? অবাক করার মতো হলেও ঘটনাটি সত্যি ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ এলাকার এক যুবক বেরিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ৷ কিন্তু বাড়ি ফিরলেন বউ নিয়ে ৷ যদিও যুবকের মা এই বিয়েকে স্বীকৃতি দেননি ৷ বরং তিনি বিষয়টিকে নিয়ে সাহিবাবাদ থানায় অভিযোগ জানিয়ে এসেছেন ৷
বিষয়টি নিয়ে যুবকের মা তাঁর বিবৃতিতে জানিয়েছেন , "আমি ছেলেকে পাঠিয়েছিলাম মুদি দোকানে , যখন ও ফিরল তখন দেখলাম একজন মেয়েকে নিয়ে এসেছে ৷ মেয়েটিকে ও নিজের বউ বলে পরিচয় দিচ্ছে ৷" যুবকের মা কাঁদতে কাঁদতে বলেন , "আমি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারবনা ৷ "
মুদির দোকানে যাওয়ার নাম করে কী করলেন গাজিয়াবাদের এই যুবক ? দেখুন ভিডিয়োয়.. নবদম্পতি জানান, তাঁদের আর্যসমাজ মন্দিরে দুই মাস আগেই বিয়ে হয়ে গিয়েছিল । অপেক্ষা ছিল ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার । বছর ছাব্বিশের যুবক গুড্ডু নিজের বিয়ে সম্বন্ধে বলতে গিয়ে বলেন, "আমরা ম্যারেজ সার্টিফিকেট পায়নি কারণ রেজিস্ট্রির সময় সাক্ষীর সংখ্যা কম ছিল । তাই দুজনে আলাদাই থাকতাম । লকডাউন হওয়ায় হরিদ্বারে যেতে চাইলেও যেতে পারিনি ।"
বউকে দিল্লি থেকে নিজের বাড়িতে নিয়ে আসার কারণ হিসাবে গুড্ডু বলেন যে , "লকডাউনের মধ্যেই সবিতা অর্থাৎ আমার স্ত্রী দিল্লির যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক তাঁকে বের করে দিচ্ছিল ,তাই আমি ওঁকে বাড়ি নিয়ে আসি । "
ঘটনাটি জানার পর সাহিবাবাদ পুলিশ গুড্ডুর স্ত্রী সবিতার বাড়ির মালিককে নির্দেশ দেয় যে তিনি যেন নবদম্পতিকে তাঁর বাড়িতে থাকতে দেন । যদিও বাজারে জিনিস আনতে গিয়ে ছেলের বউ নিয়ে ফেরাটা একেবারেই মানতে পারেননি গুড্ডুর মা ৷