পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলাকে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করেছেন রাহুল, অভিযোগ স্মৃতির - smriti irani

আজ আমেথিতে রাহুল গান্ধির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন ওই কেন্দ্রের BJP প্রার্থী স্মৃতি ইরানি ৷ তাঁর বক্তব্য, রাহুল গান্ধি এক বয়স্ক মহিলাকে জোর করে তাঁর ভোট কংগ্রেসকে দিতে বাধ্য করেন ৷

রাহুল গান্ধি ও স্মৃতি ইরানি

By

Published : May 6, 2019, 6:10 PM IST

আমেথি, 6 মে : আজ আমেথির BJP প্রার্থী স্মৃতি ইরানি প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন ৷ পঞ্চম দফায় আজ উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷

তাঁর অভিযোগ, "রাহুল গান্ধি বুথ দখল করতে এসেছিলেন ৷ তিনি এতটাই হতাশাগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছেন যে সমস্ত আচরণ বিধি লঙ্ঘন করে এক বয়স্ক মহিলাকে জোর করে তাঁর ভোট কংগ্রেসকে দিতে বাধ্য করেন ৷ তাঁকে এর জবাব দিতে হবে ৷ তিনি জমি চুরি আগেই করেছিলেন, আজ ভোট চুরিও করলেন ৷ "

তিনি আরও জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের নজরে এনেছেন ৷ তিনি বলেন, "আমি প্রশাসন ও নির্বাচন কমিশনকে টুইট করে বিষয়টি জানিয়েছি ৷ আশা করছি কমিশন ব্যবস্থা নেবে ৷ দেশের জনগণকে ঠিক করতে হবে যে রাহুল গান্ধিকে এই ধরনের রাজনীতি করার জন্য শাস্তি দেওয়া হবে কি না ৷ " তাঁর বক্তব্য, রাহুল গান্ধি যদি জনমত না পান, তাহলে তিনি প্রয়োজনে তা চুরি করবেন ৷

উল্লেখ্য, 2004 থেকেই উত্তরপ্রদেশের এই আসনে জিতে আসছেন রাহুল গান্ধি ৷ গত নির্বাচনে আমেতি কেন্দ্রে স্মৃতি ইরানিকে রাহুল প্রায় এক লাখের বেশি ভোটে হারিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details