দিল্লি, 8 জুন : সিঙ্গুর নিয়ে স্বীকারোক্তি মুকুল রায়ের । সিঙ্গুর আন্দোলন ভুল ছিল বলে দাবি তাঁর। তিনি বলেন, "টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল । তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে।" সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে বলেও তিনি দাবি করেন ।
সিঙ্গুর আন্দোলন ভুল ছিল : মুকুল রায়
টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল । তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে। সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে
এই সংক্রান্ত আরও খবর : সিঙ্গুরের ফল লজ্জাজনক, হারানো জমি ফেরত চেয়ে নেতাদের কড়া বার্তা মমতার
মুকুল আরও বলেন, "আমরা বলছি কারণ আমরা তখন তৃণমূলে ছিলাম। সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে। তাই সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে । জোচ্চুরি, চুরি যদি না হত, তবে BJP বাংলায় ৩০টি আসনে জিতত । বাংলায় তৃণমূলের শেষের শুরু হয়েছে। তাই ঝাঁকে ঝাঁকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও বিধায়করা সবাই লাইন দিয়ে BJP-তে আসছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ ছাড়া আর কেউ নেই। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছে । মমতা বন্দ্যোপাধ্যায় কী শাড়ি পরবেন, কী বলবেন, কী খাবেন, কী চটি পরবেন তা ঠিক করবে প্রশান্ত কিশোর । মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্বতা হারিয়ে গেছে সেটা উনি স্বীকার করে ফেলছেন । পুলিশ বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য।