পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দিরের ভূমি পুজোয় গয়া ধামের রুপোর ইট, ফল্গু নদীর বালি - রুপোর ইট

অযোধ্যার রাম মন্দির নির্মাণে দেশের সমস্ত পবিত্র নদীগুলির জল ও মাটি সংগ্রহের কাজ চলছে ৷ পুরোহিত তাইয়া জানান, খবর পাওয়ার সাথে সাথেই নির্মাণ সামগ্রী জোগাড় করা হয়েছিল এবং এক মাস আগে ফল্গু নদীর বালি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ মন্দির নির্মাণে গয়া থেকে এক কিলো 250 গ্রাম ওজনের রুপোর ইটও পাঠানো হবে ৷

ram temple foundation
রাম মন্দিরের ভূমি পুজো

By

Published : Jul 31, 2020, 6:07 PM IST

গয়া, 31 জুলাই : মামলা মকদ্দমার পর বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ হতে চলেছে ৷ আগামী 5 অগাস্ট তাঁর ভূমি পুজো ৷ সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদ(VHP)-র তত্বাবধানে চলছে দেশের পবিত্র স্থান থেকে নির্মাণ সামগ্রী সংগ্রহের কাজ ৷ এবার গয়া ধাম থেকে যাচ্ছে রুপোর ইট, মন্দিরের ভিত্তি স্থাপনে ব্যবহার হবে ফল্গু নদীর বালি ৷

রাম জন্মভূমির ওয়েবসাইটে নির্মাণ সামগ্রী সংগ্রহের তথ্য দেওয়া হয় ৷ এ খবর পাওয়ার পর গয়া VHP-র সদস্যরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত হয়েছে ৷ VHP-র পুরোহিত প্রেমনাথ তাইয়া বলেন, "রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সভাপতি ও VHP-র সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের সাথে কথা বলে জানতে পারি ৷ আমরা এই পবিত্র উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত ৷

অযোধ্যার রাম মন্দির নির্মাণে দেশের সমস্ত পবিত্র নদীগুলির জল ও মাটি সংগ্রহের কাজ চলছে ৷ পুরোহিত তাইয়া জানান, খবর পাওয়ার সাথে সাথেই নির্মাণ সামগ্রী জোগাড় করা হয়েছিল এবং এক মাস আগে ফল্গু নদীর বালি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

মন্দির নির্মাণে গয়া থেকে এক কিলো 250 গ্রাম ওজনের রুপোর ইট পাঠানো হবে ৷ VHP জেলা সভাপতি এন কে গুপ্তার তত্বাবধানে তৈরি হচ্ছে ওই ইট ৷ গয়ার VHPএর তরফে জানানো হয়, দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দির হতে চলেছে ৷ এতে যোগদান করতে পেরে খুব খুশি ৷

গয়ার গৌরব অতুলনীয় ৷ পুরাণে কথিত আছে, বিষ্ণুর পদচিহ্ন এই পুণ্যভূমিতে পড়েছে ৷ ভগবান রাম,ভাই ভরত, ঋষি ভরদ্বাজ, পিতামহ ভীষ্ম, যুধীষ্ঠির, ভীম এসেছিলেন গয়ায় ৷ রাজা দশরথের আত্মার শান্তি কামনায় ফল্গু নদীর তীরে তর্পণ করেছিলেন ৷ সেই কারণে রাম মন্দির নির্মাণে গয়া তীর্থের যোগদানের গুরুত্ব অপরিসীম ৷

ABOUT THE AUTHOR

...view details