বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 27মে : 1400 জন যাত্রী নিয়ে বিজয়ওয়াড়া স্টেশন থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির উদ্দেশে রওনা দিল শ্রমিক এক্সপ্রেস । গতকাল অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনেরাল গৌতম সওয়াং-র উপস্থিতিতে ট্রেনটি ছাড়ে ।
1400 যাত্রী নিয়ে বিজয়ওয়াড়া থেকে উত্তর-পূর্বের উদ্দেশে রওনা শ্রমিক এক্সপ্রেসের - indian railways amid lockdown
উত্তর-পূর্বের রাজ্যগুলির উদ্দেশে বিজয়ওয়াড়া থেকে ছাড়ল শ্রমিক এক্সপ্রেস । ভারতীয় রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, 25মে পর্যন্ত মোট 3,274টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল । 44 লাখ যাত্রীকে তাঁদের রাজ্যে পৌঁছে দিয়েছে । 25মে 2.8 লাখ যাত্রী নিয়ে 223টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে ।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, 25 মে পর্যন্ত মোট 3,274টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল । 44 লাখ যাত্রীকে তাঁদের রাজ্যে পৌঁছে দিয়েছে । 25মে 2.8 লাখ যাত্রী নিয়ে 223টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে ।
লকডাউনে অন্যান্য রাজ্যে আটকে পড়েছেন অনেক পরিযায়ী শ্রমিক । পড়ুয়া এবং পর্যটকরাও আটকে পড়েছেন । অনেকেই চিকিৎসার উদ্দেশে অন্য রাজ্যে গিয়েছিলেন । তাঁরাও সেখানে গিয়ে আটকে পড়েন । প্রত্যেককে নিজ রাজ্যে ফেরানোর জন্য কেন্দ্র অনুমোদন দিলে রেলের তরফে বিশেষ ট্রেন চালানোর পদক্ষেপ করা হয় ।