হায়দরাবাদ, 24 মার্চ : পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেখলেই গুলি করার হুঁশিয়ারি দিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ।
কোরোনা নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে 14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । ঘোষণার পরই তিনি জানিয়ে দেন, লকডাউনের সময় নিয়ম না মানলে কড়া হাতে তা সামলাবে পুলিশ । সেই ঘোষণার কিছুক্ষণ পরই আরও কড়া হুঁশিয়ারি শোনা গেল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর গলায় । যদি কেউ কথা না শোনে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে দেখা মাত্রই গুলি চালানোর সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি ।
চন্দ্রশেখর রাও বলেন, "মানুষ যদি পুলিশের কথা না মানে, আমাদের কারফিউ জারি করতে হবে এবং দেখলেই গুলি করার সিদ্ধান্ত নিতে হবে । তারপরও যদি মানুষ লকডাউন না মানে তাহলে সেনা মোতায়েন করতে হবে । এটা কী প্রয়োজনীয় ? পরিস্থিতি কি এই জায়গায় আসবে ? মানুষের এই নিয়ে ভাবা উচিত এবং বাড়িতে থাকার অভ্যাস করা উচিত । কোনওভাবেই পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়া উচিত নয় । বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখুন ও নিজেকে সেচ্ছায় গৃহবন্দী করুন ।"