পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দেখলেই গুলি, হুঁশিয়ারি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর - চন্দ্রশেখর রাও

14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্তের পরই কড়া হুঁশিয়ারি শোনা গেল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর গলায় ।

চন্দ্রশেখর রাও
চন্দ্রশেখর রাও

By

Published : Mar 24, 2020, 11:39 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ : পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেখলেই গুলি করার হুঁশিয়ারি দিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ।

কোরোনা নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে 14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । ঘোষণার পরই তিনি জানিয়ে দেন, লকডাউনের সময় নিয়ম না মানলে কড়া হাতে তা সামলাবে পুলিশ । সেই ঘোষণার কিছুক্ষণ পরই আরও কড়া হুঁশিয়ারি শোনা গেল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর গলায় । যদি কেউ কথা না শোনে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে দেখা মাত্রই গুলি চালানোর সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি ।

চন্দ্রশেখর রাও বলেন, "মানুষ যদি পুলিশের কথা না মানে, আমাদের কারফিউ জারি করতে হবে এবং দেখলেই গুলি করার সিদ্ধান্ত নিতে হবে । তারপরও যদি মানুষ লকডাউন না মানে তাহলে সেনা মোতায়েন করতে হবে । এটা কী প্রয়োজনীয় ? পরিস্থিতি কি এই জায়গায় আসবে ? মানুষের এই নিয়ে ভাবা উচিত এবং বাড়িতে থাকার অভ্যাস করা উচিত । কোনওভাবেই পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়া উচিত নয় । বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখুন ও নিজেকে সেচ্ছায় গৃহবন্দী করুন ।"

কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সচিবদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রশেখর রাও । আজই তেলাঙ্গানায় কোরোনায় তিনজনের আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আপৎকালীন পরিস্থিতিতে 100-য় কল করুন । আমরা আপনার কাছে আসব । গতকাল পর্যন্ত পুলিশ সকলকে অনুরোধ করেছে, আজ থেকে লাঠি চলছে । যেকোনও দোকান সন্ধে 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে । তারপর খোলা রাখলে সেই দোকান মালিকের লাইসেন্স বাতিল করা হবে ।"

সবজির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "যারা এভাবে সবজির দাম বাড়াচ্ছে, তাদের প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট হিসেবে জেল হবে । বাতিল করা হবে লাইসেন্সও । এটা মুনাফার সময় নয় । যারা এধরনের কাজ করবে তাদের আমরা বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করব ।"

আরও পড়ুন : আজ রাত 12 টা থেকে 21 দিন গোটা দেশে লকডাউন

এখনও পর্যন্ত 3 হাজার 400টি গাড়ি রাজ্যের সীমান্তে আটকানো হয়েছে । তারা সকলেই লকডাউন ঘোষণার আগে বেরিয়েছিল । তাই তাদের টোল ট্যাক্স ছাড়াই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে । এরপর অত্যাবশ্যকীয় দ্রব্য ছাড়া সব বন্ধ করে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details