মুম্বই, 12 নভেম্বর : রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়ে সুপ্রিম কোর্টে শিবসেনা ৷ তাদের সময় না দেওয়ার বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে অসাংবিধানিক, বিশ্বাসঘাতকতা, অযৌক্তিক বলে মন্তব্য করল সেনা ৷ যাতে আজই জরুরি ভিত্তিতে শীর্ষ আদালত এই মামলার শুনানি করে, সেই আবেদনও জানিয়েছেন সেনা নেতৃত্ব ৷
রাজ্যপালের সময় না দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে শিবসেনা - maharashtra assembly election
সময় না দেওয়ার বিষয়টি অসাংবিধানিক, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল শিবসেনা ।
সেনা-রাজ্যপাল বিতর্কের সূত্রপাত রবিবার ৷ ওই দিন গেরুয়া শিবির সরকার গড়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানানোর পরই দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ কিন্তু, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই নাটকীয় ভাবে বদলাতে শুরু করে পরিস্থিতি ৷ কংগ্রেস মৌখিক ভাবে সমর্থনের কথা বললেও সরকারি ভাবে কিছু জানায়নি ৷ শিবসেনা নেতৃত্ব যখন রাজ্যপালের সঙ্গে কথা বলছিলেন তখনই আসে কংগ্রেসের নয়া বার্তা ৷ আরও কয়েক দফা আলোচনা করে তবে শিবসেনাকে বাইরে থেকে সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কংগ্রেস ৷ ফলে স্বাভাবিক ভাবেই সরকার গড়ার সম্মতি জানাতে গিয়ে দ্বিধায় পড়ে যান সেনা নেতৃত্ব ৷ পরিস্থিতি বেগতিক বুঝে রাজ্যপালের কাছে তিন দিন অতিরিক্ত সময় চান তাঁরা ৷ কিন্তু, সেই সময় দিতে চাননি রাজ্যপাল কোশিয়ারি ৷
এর পরই শরদ পাওয়ারের ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টিকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল ৷ তাদেরও একদিনের বেশি সময় দিতে রাজি হননি তিনি ৷ তারপরই আজ রাজ্যপালের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল ক্ষুব্ধ শিবসেনা নেতৃত্ব ৷ সেনা নেতৃত্বের অভিযোগ, 48 ঘণ্টা অতিরিক্ত সময় চাওয়া হলেও তা দিতে চাননি রাজ্যপাল ৷