হায়দরাবাদ, 29 নভেম্বর : যুবতি তাঁর বোনকে ফোন না করে পুলিশকে ফোন করলে ঘটনাটি এড়িয়ে যাওয়া যেত । হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় আজ এক সংবাদসংস্থাকে এমনই বললেন তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি ।
বোনকে ফোন না করে 100-য় ফোন করলে রক্ষা পেতেন ; মন্তব্য তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর
হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি বললেন, পুলিশকে ফোন না করে বোনকে ফোন করেছিলেন যুবতি। যদি 100-য় ফোন করতেন, রক্ষা পেতেন ।
জানা গেছে, ঘটনার আগে রাত সাড়ে 9টা নাগাদ তাঁর বোনকে ফোন করেছিলেন নির্যাতিতা । ফোনে জানিয়েছিলেন, তাঁকে কেউ লিফট দেবে ৷ তিনি ভয় পাচ্ছেন ৷ কারণ একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ৷ আশপাশে কয়েকজন অপরিচিত পুরুষ সন্দেহজনক ব্যবহার করছে । এই বিষয়েই তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, "ঘটনার জন্য দুঃখিত । পুলিশ সক্রিয় এবং অপরাধ নিয়ন্ত্রণ করছে । তিনি একজন শিক্ষিত যুবতি ছিলেন। তাও পুলিশকে ফোন না করে তাঁর বোনকে ফোন করেছিলেন । যদি পুলিশকে ফোন করতেন তাহলে রক্ষা পেতেন ।"
বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী 26 বছরের ওই পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডার পাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় ট্রাক চালক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
TAGGED:
She Called Sister, Not 100