পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভাইপোর কাছে "হিট উইকেট" হয়েছেন শরদ পাওয়ার : মোদি

মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস-NCP জোটকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে দাবি করেন, ভাইপো অজিত পাওয়ার, শরদ পাওয়ারকে ক্রমাগত দূরে ঠেলে দিয়েছে। তাই, তিনি লোকসভায় না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফাইল ফোটো

By

Published : Apr 1, 2019, 1:18 PM IST

ওয়ারধা (মহারাষ্ট্র), 1 এপ্রিল : মহারাষ্ট্রের ওয়ারধায় জনসভা করলেন নরেন্দ্র মোদি। এই জনসভা থেকে বিদর্ভর জোটপ্রার্থীর হয়ে প্রচার করেন। জনসভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এদিকে, নাগপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীতিন গড়কড়ি। নাগপুর বিদর্ভের মধ্যেই পড়ছে। সম্প্রতি চাষি আত্মহত্যা নিয়ে গর্জে ওঠা বিদর্ভ এলাকা। যা চিন্তায় রেখেছে BJP-কে।

ওয়ারধার সভা থেকে মোদি বলেন :

  • মহারাষ্ট্রে NCP-কংগ্রেস জোট অনেকটা কুম্ভকর্ণের মতো। ওরা যখন ক্ষমতায় থাকে, তখন ৬ মাসে ঘুমিয়ে কাটায়
  • একটা কথা ভুললে চলবে না, মহারাষ্ট্রের এক কৃষক প্রশ্ন করতে অজিত পাওয়ারের (শরদ পাওয়ারের ভাইপো) কাছে গেছিলেন। তিনি তাঁকে অপদস্থ করেন। শরদ পাওয়ার নিজে একজন কৃষক ছিলেন। আজ তিনি কৃষকদের ভুলে গেছেন
  • কংগ্রেস-NCP জোট রাজ্যের কৃষকদের লুটছে। ওরা সেচ দুর্নীতির সঙ্গে যুক্ত। বিদর্ভে খরার মূলে কংগ্রেস
  • কংগ্রেস-NCP-র জোট দেশের বীর জওয়ানদের অপমান করছে। জওয়ানরা জঙ্গিদের খতম করে আসছে, আর ওরা প্রমাণ চাইছে
  • দেশের বিজ্ঞানীদের আমি ধন্যবাদ জানাতে চাই। আজ ISRO আবার এক ঐতিহাসিক কাজ করে দেখাল
  • আমি কংগ্রেস নেতৃত্বকে বলতে চাই, আপনারা হয়তো আমাকে টয়লেটের চৌকিদার বলে কটাক্ষ করবেন, আমি কিন্তু একে কমপ্লিমেন্ট হিসেবেই নেব। কারণ, আমি দেশের নারীদের সুরক্ষা দিচ্ছি
  • পাওয়ার সাহেব মানুষের দ্বারা বোল্ড হয়েছেন। তাঁর মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সামনে প্রকাশ পেয়েছে। তিনি ভাইপোর কাছে হিট উইকেটে হয়েছেন
  • একটা সময় শরদ পাওয়ারজি প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, রাজ্যসভাতেই থাকবেন। লোকসভায় লড়বেন না। হাওয়া কোন দিকে ঘুরছে তিনি ভালোই বোঝেন
  • ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। টিকিট দেওয়ার ক্ষেত্রেও তারা সমস্যায় পড়েছে। জানে না, কে কোথায় লড়ছে। কাকা শরদ পাওয়ারকে সরিয়ে দিয়েছে ভাইপো অজিত

ABOUT THE AUTHOR

...view details