পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজেট শেষের পরই পতন শেয়ার বাজারে - NDA

বাজেট পেশের আগে BSE সূচক ৪০ হাজার ছাড়িয়েছিল। কিন্তু, বাজেট পেশের মাঝেই তা নামতে তাকে। আর শেষ হতেই তা অনেকটা নেমে যায়।

nifty

By

Published : Jul 5, 2019, 10:10 AM IST

Updated : Jul 5, 2019, 1:25 PM IST

দিল্লি, 5 জুলাই : বাজেট পেশের আগে ছবিটা ছিল অন্যরকম। চাঙ্গা ছিল শেয়ারবাজার। কিন্তু, বাজেট পেশের পরই পালটে গেল ছবিটা। নামল শেয়ারসূচক। সেনসেক্স পড়ল ৩০০ পয়েন্টের বেশি। নিফটি পড়ল ১০০ পয়েন্ট।

বাজেট পেশের আগেই BSE সূচক ৪০ হাজার ছাড়িয়ে যায়। যা দেখে IDBI ক্যাপিটালের গবেষণা প্রধান এ.কে প্রভাকর বলেন, "শেয়ার বাজারে অংশগ্রহণকারীরা আজ কর ছাড়ের আশা করছে কারণ এই মুহূর্তে কর বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই ।" পাশাপাশি কর্পোরেট ক্ষেত্রে ট্যাক্স যদি কমেও তবে তা শেয়ার মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছিলেনন তিনি । এপিক রিসার্চ-এর কর্ণধার নাদিম মুস্তাফাও বলেন, "আজ বাড়তে পারে নিফটি সূচক এবং তা রেকর্ড বাড়ার সম্ভাবনা প্রবল । 12,000 থেকে 12,500 হতে পারে মান ।" কিন্তু, বাস্তবটা অন্য কথাই বলল।

বাজেট পেশের পর দেখা যায় দাদাল স্ট্রিটের হাল খুবই খারাপ। বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৯,৯৬০। বাজেট শেষ হতে যা কমে ৩৯,৬০০-র ঘরে চলে আসে। বাজার খোলার সময় নিফটি ছিল ১১,৯৪৬। বাজেট শেষ হতেই তা ১১, ৮৪৬-এ নেমে যায়।

Last Updated : Jul 5, 2019, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details