বেঙ্গালুরু , 24 জুন : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর প্রাক্তন ডেপুটি কমিশনার (শহর ) বিজয় শংকর । তিনি IMA পনজি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ।
আত্মঘাতী বেঙ্গালুরুর প্রাক্তন ডেপুটি কমিশনার - IAS officer commits suicide
গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বেঙ্গালুরুর প্রাক্তন ডেপুটি কমিশনার (শহর ) । দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে CBI ।
ছবি
এই বিষয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছেন, IMA পনজি কেলেঙ্কারিতে প্রাক্তন ডেপুটি কমিশনার (শহর ) বিজয় শংকরের বিরুদ্ধে দেড় কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে । গতকাল সন্ধে নাগাদ বাসভবনে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বিজয় শংকরের স্ত্রী ।
গত বছরের নভেম্বরে বিজয় শংকরের বিরুদ্ধে মামলা দায়ের করে CBI । তারা জানিয়েছে, বিজয় শংকর এবং নাগরাজ IMA গ্রুপের ডিরেক্টরদের কাছ থেকে ঘুষ নেয় । আর এর মধ্যস্থতা করে মঞ্জুনাথ নামে আর একজন ।