বছরের বিজ্ঞাননামা
ভারতের কাছে যেমন চন্দ্রযান 2 প্রাপ্তি , সেভাবেই বিশ্ব পেল DNA স্টোরেজের মতো যুগান্তকারী আবিষ্কার। এবছরই আবার উল্কাপিণ্ডে সুগারের দেখা মিলল । অন্যদিকে কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় তা বিশ্বের সামনে এনে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম কায়েলিন জুনিয়র, পিটার জে. র্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা। একনজরে বছর জুড়ে বিজ্ঞানের নানা তথ্য ।
ছবি
ব্ল্যাক হোল থেকে চন্দ্রযান 2 কিংবা DNA স্টোরেজের আবিষ্কার । বছর ঘুরে কী কী পেল বিজ্ঞান । দেখে নেওয়া যাক-
- ব্ল্যাক হোল। এক দশকের চেষ্টা সফল । এবছরই ক্যামেরাবন্দী হল ব্ল্যাকহোলের ছবি । দেখতে গাঢ় অন্ধকারে আলোর আংটি । পৃথিবী থেকে 54 মিলিয়ন আলোকবর্ষ দূরে । পরিধি 6.5 বিলিয়ন সংখ্যক সূর্যের সমান ।
- শনি গ্রহে একটি দিন কতক্ষণের ? এবছর তা জানা গেল । আজ পর্যন্ত এর উত্তর জানা ছিল না । কারণ সময়ের কোনও নিদির্ষ্ট সূচক ছিল না । অবশেষে শনির বলয়ের পরিমাপ থেকেই নির্ণয় করা একটা পুরো দিনের সময় 10 ঘণ্টা 33 মিনিট 38 সেকেন্ড ।
- DNA স্টোরেজ । জানেন কি কয়েক গ্রাম DNA এক কুইন্টিলিয়ন (10 টু দি পাওয়ার 18) তথ্য হাজার বছর ধরে নিরাপদে আগলে রাখতে পারে । সিন্থেটিক DNA ব্যবহার করে এই কাজ করা যায় । 2020 সালের মার্চে বাণিজ্যিকভাবে DNA স্টোরেজ পরিষেবা চালু করতে চলেছে হার্ভার্ড লাইফ ল্যাব ।
- 22 জুলাই দুপুর 2 টা 43 মিনিটে উৎক্ষেপণ হয় চন্দ্রযান-2 এর । মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-2 ৷ 2 সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম ৷ 4 সেপ্টেম্বর, সফলভাবে দ্বিতীয় ডি-অর্বিটিং সম্পন্ন করে ল্যান্ডার বিক্রম । 7 সেপ্টেম্বর, প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে নামার কয়েক মুহূর্তে আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISTRAC কেন্দ্রের ।
- খোঁজ মিলল ৪ টি ভিন গ্রহের । যার একটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ । এবং আমাদের নেপচুন গ্রহের অর্ধেক । নাসার ‘টেস’ উপগ্রহের চোখে আলাদাভাবে ধরা পড়ল বাকি তিনটি ভিন গ্রহ । সেগুলিও অনেকটাই পৃথিবীর মতো ।
- অস্ত্র মিশাইল । এবছর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হল । এর রেঞ্জ 25-40 কিমি । তৈরি করেছে DRDO । শহরগুলির থ্রিটায়ার ডিফেন্স সিস্টেমকে মাথায় রেখে এটি তৈরি করা হয় । অ্যামেরিকার 9-11 ঘটনার পর নড়েচড়ে বসে প্রতিরক্ষাদপ্তর । তারপরই এই মিশাইলের পরিকল্পনা ।
- বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করল ISRO । শ্রীহরিকোটা থেকে PSLV 44 লঞ্চারের মাধ্যমে এটি স্থাপন করা হয় । পাশাপাশি বেঙ্গালুরুতে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার স্থাপন করল ISRO । 2022-র মধ্যে মানবচালিত মহাকাশযান পাঠানোর লক্ষ্য ।
- এবছরই ব্যাকটেরিয়াকে কার্বন ডাই অক্সাইড শোষকে পরিণত করা । যা কমাচ্ছে গ্রিন হাউজ় গ্যাসের পরিমাণ । প্রথমে ব্যাকটেরিয়াকে (E.coli) অটোট্রফিক স্ট্রেনে রুপান্তরিত করা হয় । এই অটোট্রফিক স্ট্রেন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ।
- 26 ডিসেম্বর আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । প্রায় এক দশক পরে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল । পাশাপাশি এটি এবছরের শেষ সূর্যগ্রহণ । দক্ষিণ ভারতের একাংশ সহ দেশের কয়েকটি জায়গা থেকে এই গ্রহণ দেখা যায় । পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আপেক্ষিক দূরত্বের ফারাকের জন্য আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় । সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের আকারে দেখায় ।
- অ্যামেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের শীর্ষপদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী সেতুরামন পঞ্চনাথন । নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 1981 সালে সেতুরামন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন । পরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ।
- 26 বছর আগে প্রথম পূর্বাভাস দিয়েছিলেন দুই বাঙালি বিজ্ঞানী । এবার তা সত্যি হল । সৌরমণ্ডলের আশপাশে দেখা গেল এক ধুমকেতু । নাম বরিসভ । অবস্থান সূর্যের পিছনের দিকে । দূরত্ব প্রায় ১৪ কোটি ৯৫ লক্ষ ৯৭ হাজার ৮৭১ কিলোমিটার ।
- মঙ্গলের বায়ুমণ্ডলে প্রথমবার মিলল অক্সিজেন অণু । এই আবিষ্কারের নেপথ্যে রয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশীল আত্রেয় । মঙ্গলের বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের সঙ্গে অক্সিজেনের পরিমাণ ০.১৩ শতাংশ । পাশাপাশি মঙ্গলে ঋতু বৈচিত্র্যও প্রত্যক্ষ করা হয়েছে । মঙ্গলে পাঠানো হয়েছে নাসার রোভার কিউরিওসিটি । যা প্রত্যক্ষ করছে এই ঋতু বৈচিত্র্য ।
- উল্কাপিণ্ডে সুগারের দেখা মিলল । এনডব্লিউএ-৮০১ এবং মুর্চিসন নামে দুটি উল্কাপিণ্ডে সুগার গোত্রের তিনটি যৌগ রাইবোজ, জাইলোজ ও আরবিনোজের দেখা পাওয়া গেল । নভেম্বরে প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয় । এর আগে প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান অ্যামাইনো অ্যাসিডের হদিশ মিলেছিল মহাকাশে ।
- এবছর, ১২ জন ভাটনগর পুরস্কার প্রাপকের মধ্যে ছ’জনই বাঙালি । ২০১২ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের তালিকাতেও ছ’জন বাঙালি বিজ্ঞানীর নাম ছিল । এবার রসায়নে তাপস মাজি, গণিতে নীনা গুপ্ত, পদার্থবিজ্ঞানে অনিন্দ্য সিংহ ও শঙ্কর ঘোষ, জীববিজ্ঞানে সৌমেন বসাক, ভূবিজ্ঞানে সুবিমল ঘোষ ২০১৯ সালে দেশের বিজ্ঞান গবেষণায় সেরা পুরস্কার পেয়েছেন ।
- 2019 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান উইলিয়াম কায়েলিন জুনিয়র, পিটার জে. র্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা । কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সঙ্গে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য এই নোবেল । পদার্থবিদ্যায় নোবেল পান জিম পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ে কোয়েলোজ । মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের পুরস্কার দেওয়া হয়েছে । রসায়নে নোবেল পান জন বি গুডনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো । রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য পুরস্কার পেয়েছেন তাঁরা ।
Last Updated : Dec 30, 2019, 4:35 PM IST