পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আদালতের নজরদারিতে সারদা চিটফান্ড তদন্তের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের - সারদা চিটফান্ড

আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। বিনিয়োগকারীদের এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

By

Published : Feb 11, 2019, 1:02 PM IST

দিল্লি, ১১ ফেব্রুয়ারি : আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। বিনিয়োগকারীদের এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

প্রধান বিচারপতি বলেন, তাঁরা মনিটরিং কমিটি গঠনে ইচ্ছুক নয়। তাঁরা চান, CBI চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক। এবং নিয়মিত শীর্ষ আদালতকে আপডেট দিতে থাকুক।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড দুর্নীতির তদন্ত করছে CBI। চিটফান্ড তদন্তে শনিবার থেকে শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সারদা চিটফান্ডে অন্য়তম অভিযুক্ত কুণাল ঘোষকেও। আজও দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details