দিল্লি, 7 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন স্বপ্না চৌধুরি । হরিয়ানার এই গায়িকা-নৃত্যশিল্পীর BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল বহু দিনই । 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি BJP-র হয়ে প্রচারও করেন ।
আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সদস্য অভিযানের অনুষ্ঠানে স্বপ্না যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। স্বপ্নার BJP-তে যোগদান অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJP-র ভাইস প্রেসিডেন্ট শিবরাজ সিং চৌহান, BJP-র সাধারণ সম্পাদক রাম লাল এবং দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারির উপস্থিত থাকার কথা ।