পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''চৌতালা ঠকিয়েছেন হরিয়ানাবাসীকে'', মন্তব্য তেজবাহাদুরের

''হরিয়ানার মানুষকে ঠকিয়েছেন চৌতালা ৷ BJP কে সমর্থন করেননা যাঁরা, তাঁরাই JJP-কে নির্বাচিত করেছিলেন ৷ দেবী লালের (হরিয়ানায় দু বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন) আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোট দিয়েছিলেন তাঁরা ৷ তাঁর নাতি দুষ্যন্ত বা JJP-র নামে নয়৷''

''চৌতালা ঠকিয়েছেন হরিয়ানাবাসীকে'', মন্তব্য সেই তেজবাহাদুরের

By

Published : Oct 26, 2019, 3:17 PM IST

দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দুষ্যন্ত চৌতালা ৷ এই কথা জানিয়ে দল থেকে পদত্যাগ করলেন বিদ্রোহী জওয়ান তেজবাহাদুর যাদব ৷ BJP-র সঙ্গে JJP জোট সরকার গঠনের খবরের পরই পদত্যাগ করেন তিনি৷ বলেন, BJP-র বি টিম JJP, তিনি ভুল করেছেন এই দলে যোগ দিয়ে৷

জওয়ানদের খাবারের গুণগত মান নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তেজবাহাদুর ৷ BSF জওয়ান ৷ 2017 সালে সেনাবাহিনীতে নিম্নমানের খাবার দেওয়া নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি ৷ ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ এরপর বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমাজবাদী পার্টির টিকিটে ৷

তিনি বলেন, ''হরিয়ানার মানুষকে ঠকিয়েছেন চৌতালা৷ BJP কে সমর্থন করেননা যাঁরা, তাঁরাই JJP-কে নির্বাচিত করেছিলেন ৷ দেবী লালের (হরিয়ানায় দু বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন) আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোট দিয়েছিলেন তাঁরা ৷ তাঁর নাতি দুষ্যন্ত বা JJP-র নামে নয়৷'' ভারতীয় জনতা পার্টির সঙ্গে JJP হাত মেলানোর পরই তাই দল থেকে পদত্যাগ করেন তিনি ৷

মনোহরলাল খট্টরের বিরুদ্ধে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ মাত্র 3,175টি ভোট পেয়েছেন তেজবাহাদুর ৷ অন্যদিকে , খট্টর পেয়েছেন 79,722টি ভোট৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের তারলোচন সিং ৷ তিনি পেয়েছেন 34,601টি ভোট ৷

তিনি বলেন, মানুষ যা চায়নি, দুষ্যন্ত তাই করলেন ৷ একই সুরে কথা বলেছেন কংগ্রেসের রণদীপ সূরজেওয়ালাও ৷ তিনিও JJP কে BJP-র বি টিম বলেই উল্লেখ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details