পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর নিয়ে চাপানউতোরের মাঝে চিন সফরে জয়শংকর

9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।

জয়শংকর

By

Published : Aug 11, 2019, 10:00 AM IST

দিল্লি, 11 অগাস্ট : আজ তিন দিনের চিন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । আজ সেখানে চিনের সঙ্গে সাংস্কৃতিক ইশুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । 9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে আলোচনার সময় জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।

এর আগে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী বলে মন্তব্য করে চিন । পাশাপাশি এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । সেই বিবৃতির কড়া বার্তা দেয় ভারত । ভারত চিনকে কড়া বার্তা দিয়ে জানায়, এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতি জারির জেরে বেড়েছে চাপানউতোর । এদিকে অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা । তার আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করাও জয়শংকরের এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে ।

এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক এই সফর প্রসঙ্গে বলে, "এই বৈঠকের মাধ্যমে ভারত আশা করছে যে দুই দেশের জনগণের মধ্যে মত বিনিময়ের আরও রাস্তা খুলবে । টুরিজ়ম, শিল্প, সিনেমা, সংস্কৃতি ও খেলার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে ।"

ABOUT THE AUTHOR

...view details