দিল্লি, 11 অগাস্ট : আজ তিন দিনের চিন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । আজ সেখানে চিনের সঙ্গে সাংস্কৃতিক ইশুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । 9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে আলোচনার সময় জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।
এর আগে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী বলে মন্তব্য করে চিন । পাশাপাশি এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । সেই বিবৃতির কড়া বার্তা দেয় ভারত । ভারত চিনকে কড়া বার্তা দিয়ে জানায়, এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"