দিল্লি, 22 মে : ধাপে ধাপে শুরু হচ্ছে রেল পরিষেবা । এখনও পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন ও হাতে গোনা কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয়েছে । যাতে শুধুমাত্র অনলাইন বুকিংয়ের সুবিধে দেওয়া হয়েছিল । কোনও টিকিট বুকিং কাউন্টার থেকে বা এজেন্টের মাধ্যমে টিকিট কাটার সুবিধে ছিল না । কিন্তু তারমধ্যেও হয়েছে টিকিটের কালোবাজারি । এমন একাধিক অভিযোগ পেয়ে অভিযান চালায় RPF (রেলওয়ে পুলিশ ফোর্স) । গ্রেপ্তার হয় 14 জন দালাল । বাজেয়াপ্ত 6 লাখেরও বেশি টাকার টিকিট ।
অনলাইন বুকিংয়েও টিকিটের কালোবাজারি, 14 জনকে গ্রেপ্তার RPF-র
সংরক্ষিত ও পছন্দমতো সিট পেতে একাধিক ব্যক্তিগত ID ব্যবহার করে অনলাইন টিকিট কাটা শুরু করে দালালদের একাংশ । RPF সম্প্রতি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে 6 লাখেরও বেশি টাকার টিকিট । গ্রেপ্চার IRCTC এজেন্টসহ 14 জন ।
কোরোনা মোকাবিলায় লকডাউনের আগেই যাত্রী পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল । দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে প্রথমে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন পরে রাজধানী থেকে বিভিন্ন শহরের উদ্দেশে কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয় । যার টিকিট শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাচ্ছিল । অনলাইন টিকিটেও শুরু হয় কালোবাজারি । এই বিশেষ ট্রেনগুলিতে সংরক্ষিত ও পছন্দমতো সিট পেতে একাধিক ব্যক্তিগত ID ব্যবহার করে টিকিট কাটা শুরু করে দালালদের একাংশ । জমা পড়তে থাকে অভিযোগ । RPF সম্প্রতি অভিযান চালিয়ে এমন সকলকে সনাক্ত করে । গ্রেপ্তার হয় 14 জন । যার মধ্যে 8 জন IRCTC-র এজেন্ট ।
প্রসঙ্গত, শ্রমিক স্পেশাল ট্রেন ও স্পেশাল ট্রেনগুলির পাশাপাশি 200 টি আরও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল । যা 1 জুন থেকে পরিষেবা দেওয়া শুরু করবে । এই ট্রেনগুলির জন্য গতকাল সকাল 10 টা থেকে অনলাইন বুকিং শুরু হয় । তবে, যাত্রীদের সুবিধার্থে আজ থেকে এই ট্রেনগুলির রিজ়ার্ভ টিকিট কাটার জন্য খুলছে বেশ কয়েকটি বুকিং কাউন্টার । পাশাপাশি কমন সার্ভিস সেন্টার ও এজেন্টদের মারফতও টিকিট কাটা যাবে ।