পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিবিকে তিন তালাক, ব্যক্তিকে আটকে পুলিশে দিল পরিবার

বায়ুসেনার প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ । অভিযোগ, বিবিকে তিন তালাক দিয়ে পালাতে চেষ্টা করেন তিনি ।

বিবিকে তিন তালাক, ব্যক্তিকে আটকে পুলিশে দিল পরিবার

By

Published : Aug 31, 2019, 4:44 PM IST

পাটনা, 31 অগাস্ট : বিবিকে তিন তালাক দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল বায়ুসেনার প্রাক্তন আধিকারিককে । ঘটনাটি গতকাল বিহারের পারবাহোর জেলার । ধৃতের নাম মহম্মদ আলি ইমরান । ইমরানকে পুলিশের হাতে তুলে দেয় তার বিবির পরিবার ।

ইমরানের বিবি বলেন, "গতমাস থেকে আমি বোনের বাড়িতে রয়েছি । গতকাল আমার শওহর এসে আমাকে তিন তালাক দেয় । তখন আমার পরিবারের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় ।" এই বিষয়ে স্টেশন হাউজ় অফিসার রিজ়ওয়ান খান বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি । তদন্ত শুরু হয়েছে ।"

1 অগাস্ট তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনের জেরে 2018 সালের 19 সেপ্টেম্বরের পর থেকে দায়ের তাৎক্ষণিক তিন তালাকের মামলাগুলি এই আইনের আওতায় বিচার করা হবে ৷ তাৎক্ষণিক তিন তালাককে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে আইন চালু করে বর্তমান কেন্দ্রীয় সরকার ।

ABOUT THE AUTHOR

...view details