বেঙ্গালুরু, 9 মে : 9 মে থেকে 17 মে পর্যন্ত রেস্তরাঁ, বার ও পাবে খুচরো মূল্যে মদ বিক্রির অনুমতি দিল কর্নাটক সরকার । তবে শুধুমাত্র বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে । সরকারি নির্দেশের পর খুলেছে রাজ্যের বিভিন্ন রেস্তঁরা, বার ও পাব । রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি রেস্তরাঁ মালিকরা ।
ভেঙ্কটেশ বাবু নামে এক বার মালিক বলেন, "আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই, গত 2 মাস ধরে কোরোনার জেরে আমাদের দোকান বন্ধ ছিল । প্রচুর ক্ষতি হয়েছে । রাজ্য সরকার সর্বোচ্চ বিক্রয় মূল্যে মদ বিক্রি করার অনুমতি দিয়েছে ।"
প্রসঙ্গত, তৃতীয় দফার লকডাউনে মদের দোকান খোলার অনুমতি দেয় সরকার । তবে বার, পাব, রেস্তরাঁগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল । অন্যদিকে, মদের হোম ডেলিভারি নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ চেয়ে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি । মামলায় কোনও নির্দেশ না দিলেও রাজ্যগুলিকে মদের হোম ডেলিভারির বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
কর্নাটকে স্বাস্থ্য দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, এ রাজ্যে মোট কোরোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা 753 জন । যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 346 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 376 জন এবং কোরোনা সংক্রমণে 30 জনের মৃত্যু হয়েছে । কোরোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলা তৃতীয় দফার লকডাউন শেষ হবে 17 মে ।