দিল্লি, 24 মে : বারাণসী থেকে বিপুল ভোটে জয় পেলেন নরেন্দ্র মোদি । বারাণসী থেকে এনিয়ে দ্বিতীয়বার জিতলেন তিনি । এবার 4 লাখ 79 হাজার 505 ভোটের ব্যবধানে জিতেছেন । তাঁর সঙ্গে মূল লড়াই ছিল সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদব ও কংগ্রেস প্রার্থী অজয়রায়ের সঙ্গে ।
বারাণসী থেকে গতবারের চেয়েও বেশি ভোটে জয়ী মোদি - delhi
২014 সালের লোকসভা নির্বাচনে মোদি বারাণসী আসনে 3 লাখ 71 হাজার 784 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন । এবারে জয়ের ব্যবধান বেড়েছে ।
2014 সালে 56 শতাংশ ভোট পেয়ে বারাণসী ও ভদোদরা থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি । কিন্তু, এবার শুধু বারাণসী থেকেই দাঁড়িয়ে ছিলেন। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বারাণসীতে তাঁর প্রচুর ভোটে এগিয়ে যাওয়া খবর পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন মোদি-ভক্তরা । তাতে ইন্ধন জোগায় দেশজুড়ে গেরুয়া সুনামির প্রভাব । ২014 সালের লোকসভা নির্বাচনে মোদি বারাণসী আসনে 3 লাখ 71 হাজার 784 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন । এবারে জয়ের ব্যবধান বেড়েছে । 2014 সালের নির্বাচনে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও বারাণসী থেকে লড়েছিলেন ।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের জন্য মোদি ও BJP-কে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । টুইটে রাহুল লেখেন, "আমি ভারতের জনগণের রায় মেনে নিচ্ছি । নরেন্দ্র মোদি ও NDA-কে অভিনন্দন ।" পালটা মোদি টুইটে লেখেন, "শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।"