পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কগনিজ্যান্ট - ইনফোসিস 12000 কর্মী ছাঁটাই করতে চলেছে ?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফোসিস তাদের 10 শতাংশ কর্মী ছাঁটাই করবে ৷ যে সংখ্যাটি প্রায় 2000 ৷ প্রধানত উচ্চপদস্থ ম্যানেজারদেরই ছাঁটাই করা হবে ৷ তবে কিছু নিম্নপদস্থ কর্মীও ছাঁটাই হবেন ৷ যাঁদের সংখ্যা অন্তত 4000 ৷ অন্যদিকে, সূত্র জানাচ্ছে, কগনিজ্যান্ট প্রথম পর্যায়ে প্রায় 6000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে ৷

infosys

By

Published : Nov 5, 2019, 8:28 PM IST

দিল্লি , 5 নভেম্বর : দেশের দুই অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট ও ইনফোসিস কর্মী ছাঁটাই করতে চলেছে ৷ আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয় ৷ এর জেরে প্রথম পর্যায়ে প্রায় 12,000 কর্মীর চাকরি যেতে পারে ৷ মূলত উচ্চপদস্থ ম্যানেজারদের ছাঁটাই করবে বহুজাতিক সংস্থা দুটি ৷ সংস্থার খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস ও কগনিজ্যান্ট বলে সূত্রের খবর ৷

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফোসিস তাদের 10 শতাংশ কর্মী ছাঁটাই করবে ৷ যে সংখ্যাটি প্রায় 2000 ৷ প্রধানত উচ্চপদস্থ ম্যানেজারদেরই ছাঁটাই করা হবে ৷ তবে কিছু নিম্নপদস্থ কর্মীও ছাঁটাই হবেন ৷ যাঁদের সংখ্যা অন্তত 4000 ৷ অন্যদিকে, সূত্র জানাচ্ছে, কগনিজ্যান্ট প্রথম পর্যায়ে প্রায় 6000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে ৷

ইনফোসিসের মূল সংস্থায় প্রায় 30,000 কর্মী কাজ করেন ৷ 1, 86,558 জন কর্মী কাজ করেন সহযোগী সংস্থাগুলিতে । বিশেষজ্ঞদের মতে, এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্যি হলে এত পরিমাণ কর্মী ছাঁটাইয়ের ঘটনা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিরল ৷ যদিও সংবাদমাধ্যমকে ইনফোসিস জানিয়েছে, "কর্মচারীদের পারফরম্যান্সকেই গুরুত্ব দেয় তারা । এই ছাঁটাই ব্যবসার খাতিরেই ৷ এটি অস্বাভাবিক নয় । একে গণছাঁটাই হিসেবে ধরা উচিত নয় ।"

ABOUT THE AUTHOR

...view details