দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। RBI রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলি গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে।
কমল রেপো রেট, কমতে পারে সুদের হার - rbi
রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। রেপো রেট হল ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে RBI ঋণ দেয়। RBI রেপো রেট কমালে তার সুবিধা সাধারণত গ্রাহকদের দেয় ব্যাঙ্কগুলি।
3:2
রেপো রেট হল ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে RBI ঋণ দেয়। ২০১৭ সালের অগাস্টে শেষবার রেপো রেট কমেছিল। শক্তিকান্ত দাস RBI-র গভর্নর হওয়ার পর প্রথম রেপো রেট কমল। গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ জনের মনিটরি পলিসি কমিটির একটি বৈঠক হয় আজ। এই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
RBI রেপো রেট কমালে তার সুবিধা সাধারণত গ্রাহকদের দেয় ব্যাঙ্কগুলি। ফলে বিভিন্ন ঋণে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে।