দিল্লি, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত রিজ়ার্ভ ব্যাঙ্কের ৷ 75 বেসিস পয়েন্ট রেপো রেট কমাল তারা ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা জানান রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷
তিনি আরও জানান, রিভার্স রেপো রেটও কমানো হয়েছে 90 বেসিস পয়েন্ট । এর ফলে এখন রিভার্স রেপো রেট হল 4 শতাংশ । প্রসঙ্গত, প্রতি দু'মাস অন্তর মানিটরি পলিসি কমিটির বৈঠকে বসে । আগামী বৈঠক ছিল 31 মার্চ ৷ কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে সেই বৈঠকের সময় এগিয়ে আনা হয়েছে ৷ এই বৈঠকেই রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
পাশাপাশি ব্যাঙ্কসহ সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান শক্তিকান্ত দাস ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে সব ব্যাঙ্কের সব ধরনের ঋণের তিন মাসের EMI মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে ।