পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত অমর সিং

প্রাক্তন সমাজবাদী নেতা অমর সিং প্রয়াত ৷ কিডনির সমস্যা নিয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

অমর সিং
অমর সিং

By

Published : Aug 1, 2020, 5:02 PM IST

Updated : Aug 1, 2020, 7:09 PM IST

দিল্লি, 1 অগাস্ট : চলে গেলেন রাজ্যসভার সাংসদ অমর সিং (64) । দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন । সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই আজ শেষনিশ্বাস ত্যাগ করেন ।

বিগত কয়েক মাস ধরে সিঙ্গাপুরের ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । শেষ কিছুদিন তিনি ICU-তে ছিলেন । এর আগে 2013 সালে তাঁর কিডনি বিকল হয়ে যায় । সেসময়ে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় । আজ সকালেও বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে টুইট করেন তিনি । পাশাপাশি অনুগামীদের বখরি-ইদের শুভেচ্ছাও জানান ।

একসময় সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের খুব কাছের মানুষ ছিলেন অমর সিং । কিন্তু, 2010 সালের 6 জানুয়ারি সমাজবাদী পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দেন । আলাদা দলও গঠন করেন । এরপর থেকেই ভারতীয় রাজনীতির আঙিনায় গুরুত্ব হারাতে থাকেন তিনি ।

শারীরিক অসুস্থতার মধ্যেও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন অমর সিং । 22 মার্চ তিনি হাসপাতালের বেডে শুয়েই অনুগামীদের জন্য টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । সেই ভিডিয়োয় কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য অনুগামীদের কাছে অনুরোধ করেন ৷

সাংসদ অমর সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "অমর সিং-জি একজন শক্তিশালী জনপ্রতিনিধি ছিলেন । বিগত কয়েক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের ছিলেন । জীবনের বহু ক্ষেত্রে তিনি তাঁর বন্ধুত্বের পরিচয় দিয়েছেন । তাঁর মৃত্যুতে দুঃখিত । তাঁর বন্ধু ও পরিবারবর্গকে সমবেদনা জানাই । ওম শান্তি ।"

প্রসঙ্গত, অমর সিং গত 2 মার্চ তিনি প্রয়াত হয়েছেন বলে একটি গুজব ছড়ায় । সেই সময় তিনি টুইটারে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেন । ভিডিয়োয় লেখেন "টাইগার জ়িনদা হ্যায়" । তবে আজ সত্যিই বিদায় নিলেন "টাইগার" ৷

Last Updated : Aug 1, 2020, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details