পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লেহ সফরে রাজনাথ - রাজনাথ সিং

কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী লাদাখ গেলেন ৷ DRDO একটি কর্মসূচি আয়োজন করেছে৷ সেখানেই যাচ্ছেন তিনি ৷

লাদাখে রাজনাথ সিং

By

Published : Aug 29, 2019, 11:32 AM IST

দিল্লি, 29 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখে পা দিলেন ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) একটি কর্মসূচি আয়োজন করেছে৷ আজ সকালে তিনি টুইট করেন, "দিল্লি থেকে লেহ যাচ্ছি ৷ সেখানে আমি DRDO দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকব ৷"

জম্মু-কাশ্মীর এবং লাদাখ এখন দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী লাদাখ গেলেন ৷ লেহতে স্থানীয় মিলিটারি কমান্ডারদের সঙ্গে ভারত-চিন এবং ভারত-পাকিস্তানের সীমান্তের নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন ৷ জুনে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর রাজনাথ সিং লাদাখ গিয়েছিলেন ৷ সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details