কলকাতা, 29 মার্চ: বিশ্ব জুড়ে চলছে এক অসম যুদ্ধ । এই যুদ্ধ দুটি দেশের মধ্যে নয় । বরং কোরোনা ভাইরাসের মতো মারণ রোগের মোকাবিলায় একজোট হয়েছে গোটা বিশ্ব । কোরোনা ভালোমতো থাবা বসিয়েছে এদেশেও ৷ দেশের বিজ়নেস টাইকুন থেকে মাঝারি ব্যবসায়ী, সাধারণ চাকুরে থেকে পেনশনভোগী- নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজ্য ও কেন্দ্রের ত্রাণ তহবিলে অর্থদান করছে মানুষ ৷ এবার কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াল ভারতীয় রেল ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করবেন রেলকর্মীরা ৷
প্রায় 13 লাখ রেলকর্মীকে তাঁদের একদিনের বেতন ( basic pay) দান করার অনুরোধ জানিয়েছে রেলবোর্ড । যা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে দান করা হবে । এই অর্থ কর্মীরা যাতে স্বেচ্ছায় দান করেন সেই অনুরোধও জানানো হয়েছে ৷ চাইলে কেউ এর থেকে বেশি অর্থও দান করতে পারেন ৷