পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় একদিনের বেতন দান করবেন রেলকর্মীরা - rail employess to donate their one day salary in modi's corona relief fund

প্রায় 13 লক্ষ রেল কর্মীকে তাঁদের একদিনের বেতন ( basic pay) দান করার অনুরোধ জানিয়েছে রেল বোর্ড । যা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে দান করা হবে ।

rail employess to donate their one day salary in modi's corona relief fund
rail employess to donate their one day salary in modi's corona relief fund

By

Published : Mar 29, 2020, 10:40 PM IST

কলকাতা, 29 মার্চ: বিশ্ব জুড়ে চলছে এক অসম যুদ্ধ । এই যুদ্ধ দুটি দেশের মধ্যে নয় । বরং কোরোনা ভাইরাসের মতো মারণ রোগের মোকাবিলায় একজোট হয়েছে গোটা বিশ্ব । কোরোনা ভালোমতো থাবা বসিয়েছে এদেশেও ৷ দেশের বিজ়নেস টাইকুন থেকে মাঝারি ব্যবসায়ী, সাধারণ চাকুরে থেকে পেনশনভোগী- নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজ্য ও কেন্দ্রের ত্রাণ তহবিলে অর্থদান করছে মানুষ ৷ এবার কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াল ভারতীয় রেল ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করবেন রেলকর্মীরা ৷

প্রায় 13 লাখ রেলকর্মীকে তাঁদের একদিনের বেতন ( basic pay) দান করার অনুরোধ জানিয়েছে রেলবোর্ড । যা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে দান করা হবে । এই অর্থ কর্মীরা যাতে স্বেচ্ছায় দান করেন সেই অনুরোধও জানানো হয়েছে ৷ চাইলে কেউ এর থেকে বেশি অর্থও দান করতে পারেন ৷

কোরোনা মোকাবিলায় প্রথমে জনতা কারফিউের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সেই আশঙ্কাতেই 21 দিন দেশব্যাপী লকডাউন ঘোষণা করেন তিনি । রেল চলাচল বন্ধ থাকলেও অত্যাবশ্যক জিনিস বাজারে মজুদ রাখার জন্য মালগাড়িকে ছাড় দেওয়া হয়েছে । তাই মালগাড়ির সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রেল দপ্তর ইতিমধ্যেই হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক কর্মীদের মধ্যে বিতরণ করেছে । পাশাপাশি দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং তাঁদের সেবা-শুশ্রূষায় এগিয়ে এসেছিল রেলবোর্ড ।

এছাড়াও প্রয়োজনে রেলের গেস্ট হাউস থেকে শুরু করে রেলের কোচ ও বার্থগুলিকেও আইসোলেশন ওয়ার্ড-এ রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেলবোর্ড ।

For All Latest Updates

TAGGED:

indian rail

ABOUT THE AUTHOR

...view details