পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু : মনোজ তিওয়ারি - Manoj Tiwari

BJP সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "রাহুল গান্ধি সাত জন্ম নিলেও সাভারকরের পায়ের ধুলোর সমান হতে পারবেন না । উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু ।"

Manoj and Narasima
ফাইল ফোটো

By

Published : Dec 14, 2019, 9:20 PM IST

Updated : Dec 14, 2019, 9:40 PM IST

দিল্লি, 14 ডিসেম্বর : ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "এটা মেক ইন ইন্ডিয়া নয়, যে দিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যে উত্তাল হয় সাংসদ । সংসদের দুই কক্ষে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাহুল সাভারকর নয় । রাহুল গান্ধি । তিনি যা বলেছেন তা সত্যি । তাই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না । আজ BJP-র মুখপাত্র জি ভি এল নরসিমা রাও বলেন, "রাহুল গান্ধি নয়, রাহুল জিন্নাহ সবচেয়ে যথার্থ নাম ।" BJP সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি আসলে রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু ।"

12 ডিসেম্বর ঝাড়খণ্ডের গদ্দায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন রাহুল । সেখানে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া । কিন্তু যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যকে ঘিরে ওইদিনই উত্তাল হয় সংসদের দুই কক্ষ । রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল জানায়, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তিনি । উলটে নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করেন তিনি । বলেন, "আমার কাছে এমন একটি ভিডিয়ো ক্লিপ আছে সেখানে নরেন্দ্র মোদি দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছেন । এটা আমি টুইট করব, যাতে সবাই দেখতে পায় । উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ থেকে মানুষের চোখ সরানোর জন্যই এই ইশু তৈরি করেছে BJP ।"

রাহুল গান্ধির মন্তব্যের পর আজ টুইট করেন BJP মুখপাত্র জি ভি এল নরসিমা রাও । তিনি রাহুলকে কটাক্ষ করে টুইট করেন, "রাহুল গান্ধি আপনার জন্য যথার্থ নাম রাহুল জিন্নাহ । আপনার মুসলিম তোষণের রাজনীতি ও মানসিকতা আপনাকে সাভারকর নয়, মহম্মদ আলি জিন্নাহর উপযুক্ত উত্তরাধিকারী করেছে ।"

অন্যদিকে আজ রামলীলা ময়দান থেকে রাহুলকে কটাক্ষ করেন দিল্লির BJP সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, "রাহুল গান্ধি সাত জন্ম নিলেও সাভারকরের পায়ের ধুলোর সমান হতে পারবেন না । উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহেরু । উনি রাহুল গান্ধি কী করে হবেন ? ওনার বাবা কি গান্ধি ছিলেন ? বা ওনার মা কি গান্ধি ছিলেন ? না কি ওনার দাদু গান্ধি ছিলেন ? "

Last Updated : Dec 14, 2019, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details