পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গেরুয়া ঝড়ের মাঝেও ইতিহাস গড়ে কেরালায় রেকর্ড জয় রাহুলের - lok sabha election

উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরালার ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন রাহুল গান্ধি । ওয়াইনাড কেন্দ্র থেকে সবচেয়ে বড় মার্জিনে জিতলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । আজ রাহুল গান্ধি কেরালার ওয়াইনাড থেকে 4 লাখ 31 হাজার ভোটের ব্যবধানে জিতে রেকর্ড গড়েছেন ।

রাহুল গান্ধি

By

Published : May 23, 2019, 5:49 PM IST

Updated : May 24, 2019, 12:33 AM IST

দিল্লি, 23 মে : দলের ভরাডুবি । তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কিন্তু, তাও তিনি রেকর্ড গড়লেন । কেরালায় সবচেয়ে বড় মার্জিনে জিতলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল কেরালার ওয়াইনাড থেকে 4 লাখ 31 হাজার 770 ভোটে জয়ী হলেন কংগ্রেস সভাপতি । উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরালার ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন রাহুল গান্ধি । নিজের হাতের তালুর মতো চেনা আমেথির পাশাপাশি ওয়াইনাড থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণার পরই রাহুল তথা কংগ্রেসের দিকে বাণ ছুঁড়েছিল BJP । মোদি-শাহদের দাবি ছিল, আমেথিতে হার নিশ্চিত বুঝেই কেরালা থেকে প্রার্থী হয়েছেন রাহুল । আজকের ভোটের পর অনেকটাই সে কথাই প্রমাণ করে দিল ।

আমেথিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে জোর টক্কর চলে রাহুলের । কিন্তু, কংগ্রেসের গড় বলে পরিচিত আমেথিতে ধাক্কা খেলেন রাহুল । আমেথি মুখ ফেরালেও গেরুয়া ঝড়ের সামনে 'বাফার জ়োন' হয়ে দাঁড়ালেন সেই রাহুলই । তবে, রাহুল প্রথম নন । মা সোনিয়া গান্ধি এবং ঠাকুমা ইন্দিরা গান্ধিও দক্ষিণের আসন থেকে লড়ে নজির সৃষ্টি করেছিলেন । 1978 কর্নাটকের চিকমাগালুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর ইন্দিরার রাজনৈতিক জীবনে নতুন মোড় আসে । 1980-তে উত্তরপ্রদেশের রায়বেরিলির পাশাপাশি অন্ধ্রের মেডক থেকে জয়ী হয়েছিলেন ইন্দিরা । 1999-তে আমেথির পাশাপাশি কর্নাটকের বল্লারি থেকে লড়েছিলেন সনিয়া । মা-ঠাকুমার পথে গিয়ে উত্তরের পাশাপাশি দক্ষিণে দলের ভিত মজবুত করার লড়াই শুরু করেছিলেন রাহুল ।

কেরালায় রাহুল প্রার্থী হওয়ার পর তা ভালো চোখে নেয়নি বামেরা । প্রকাশ্যেই রাহুলের এই পদক্ষেপকে সমালোচনা করেছিল বামেদের শীর্ষ নেতৃত্ব । তাদের অভিযোগ ছিল, মেরুকরণের রাজনীতি শুরু করেছেন রাহুল । কারণ, কেন্দ্রে BJP হারানো যদি একমাত্র লক্ষ্য হত তাহলে কেরালায় প্রার্থী হতেন না রাহুল । প্রকাশ কারাতের মতো নেতারা দাবি করছিলেন, রাহুল প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হবে বাম এবং কংগ্রেসের মধ্যে । এর ফলে সুবিধা পাবে BJP । কিন্তু, আজকের ঐতিহাসিক ফল বুঝিয়ে দিল উত্তরপ্রদেশে দাঁত ফোটাতে না পারলেও দক্ষিণের সমর্থন রয়েছে রাহুলের সঙ্গে ।

আরও একটি ইঙ্গিত স্পষ্ট হল রাহুলের এই সাফল্যে । পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আগেই মুখ ফিরিয়েছিল । বাম নেতৃত্বের কিছুটা আশা ছিল কেরালার প্রতি । রাহুল গান্ধির বিরুদ্ধে যিনি লড়াই দেবেন বলে মনে করা হয়েছিল সেই পি পি সুনীর রীতিমতো হতাশ করলেন দলকে । CPI(M) সমর্থিত সুনীর দ্বিতীয় স্থানে থাকলেও, ভোট ব্যবধানে রাহুলের ধারেকাছে থাকতে পারলেন না ।

Last Updated : May 24, 2019, 12:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details