দিল্লি, 4 মার্চ : রাজধানীর হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখবেন রাহুল গান্ধি ৷ থাকবেন অন্যান্য কংগ্রেসের নেতারাও ৷ তবে কবে বা কখন তিনি এলাকাগুলি পরিদর্শনে যাবেন তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি ৷
দিল্লির হিংসাকবলিত এলাকা ঘুরে দেখবেন রাহুল গান্ধি - নাগরিকত্ব সংশোধনী আইন
দিল্লির হিংসার ক্ষত এখনও সমান দগদগে ৷ প্রাণ হারিয়েছে 47 জন মানুষ ৷ জখম হয়েছে শতাধিক ৷ হিংসা কবলিত এলাকাগুলি এবার ঘুরে দেখবেন রাহুল গান্ধি ৷
আজ সকালে সংসদ ভবন চত্বরে পৌঁছে রাহুল গান্ধি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানান, "আমরা সরকারকে বারবার বলছি দিল্লির হিংসা নিয়ে সংসদে আলোচনা করা হোক ৷" বিগত দুই দিনে লোকসভা ও রাজ্যসভা, উভয় কক্ষই দিল্লি হিংসা নিয়ে দ্রুত আলোচনায় বসার জন্য উত্তাল হয়ে ওঠে ৷
বিগত এক সপ্তাহ ধরে রাজধানীতে চলতে থাকা হিংসায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 47 জন ৷ প্রাণ হারিয়েছেন IB আধিকারিক অঙ্কিত শর্মা ও দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল ৷ জখম হয়েছেন শতাধিক মানুষ ৷ এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাকবলিত এলাকাগুলি ঘুরে দেখতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷