পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আক্রমণ হচ্ছে, ভালো লাগছে ; মানহানি মামলায় জামিন পেয়ে বললেন রাহুল - congress

সংঘ সেবক ধ্রুতিমান জোশির দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে আজ মুম্বইয়ের মাজগাঁও আদালতে 15 হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধি ।

রাহুল গান্ধি

By

Published : Jul 4, 2019, 12:24 PM IST

Updated : Jul 4, 2019, 3:18 PM IST

মুম্বই, 4 জুলাই : 15 হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধি । তাঁর হয়ে বন্ডটি দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা একনাথ গায়েকওয়াড় । সংঘ সেবক ধ্রুতিমান জোশীর দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে আজ মুম্বইয়ের মাজ়গাঁও আদালতে হাজিরা দিতে আসেন রাহুল । পাশাপাশি আদালতকক্ষে রাহুল গান্ধি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন ।

শুনুন রাহুল গান্ধি বক্তব্য

আজ আদালত থেকে বেরিয়ে রাহুল গান্ধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটা মতাদর্শের লড়াই । আমি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছি । কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে আছি । আক্রমণ হচ্ছে, ভালো লাগছে । আমার লড়াই জারি থাকবে ।"

2017 সালের সেপ্টেম্বরে খুন হন সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ । সেই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জড়িত আছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি । তাঁর দাবি ছিল, সংঘের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রাণ হারাতে হচ্ছে । সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন ধ্রুতিমান জোশী ।

2017 সালের সেই মামলায় রাহুল গান্ধির পাশাপাশি CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা রাহুল গান্ধির মা সোনিয়া গান্ধির নাম ছিল । মামলাকারী ধ্রুতিমান জানিয়েছেন, প্রবীণ সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা । কিন্তু এই ঘটনার সঙ্গে সংঘের কোনও যোগ নেই ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই মামলায় রাহুলকে সমন পাঠিয়েছিল আদালত । কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছুদিন সময় চেয়েছিলেন । রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত । এরপর আজ জামিন পান রাহুল ।

Last Updated : Jul 4, 2019, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details