দিল্লি, 23 এপ্রিল : রাফাল মামলায় চৌকিদার চোর হ্যায় মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । এই নিয়ে হলফনামা জমা দেন । কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত । এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে রাহুল গান্ধিকে । এই মামলার পরবর্তী শুনানি 30 এপ্রিল ।
রাফাল মামলা নিয়ে 10 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাহুল গান্ধি বলেন, "এ বার সুপ্রিম কোর্টও কার্যত মেনে নিল, চৌকিদার চুরি করেছেন ।" তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করেন BJP নেত্রী মীনাক্ষী লেখি। এই নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দুঃখপ্রকাশ করেন রাহুল। হলফনামায় তিনি বলেন, "রাজনৈতিক প্রচারে উত্তেজনার বশে এই মন্তব্য করেছিলাম ।"
সেখানে তিনি আরও বলেন, "আমার রাজনৈতিক প্রতিপক্ষ সেই বিষয়টিকে ভুলভাবে তুলে ধরেছে যে আমি ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে বলেছি, সুপ্রিম কোর্ট বলেছে চৌকিদার চোর হ্যায় ।" হলফনামায় রাহুলের দাবি, তিনি 10 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ নিজে দেখেননি বা পড়ার আগেই মোদির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন । বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার খবর ও দলের কর্মী-সমর্থকদের বক্তব্যের উপর ভিত্তি করে এই মন্তব্য করেছিলেন ।
10 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, "চুরি" যাওয়া নথি রাফাল মামলায় ব্যবহার করা যাবে। কেন্দ্রের আপত্তি খারিজ করে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত । তারপর রাহুল বলেন, "এ বার সুপ্রিম কোর্টও কার্যত মেনে নিল, চৌকিদার চুরি করেছেন ।" তারপর BJP নেত্রী মীনাক্ষী লেখি সুপ্রিম কোর্টে একটি আদালত অবমাননার মামলা করেন। তাঁর অভিযোগ, আদালতের রায়কে বিকৃত করে ও নিজের স্বার্থে ব্যবহার করেছেন রাহুল। তার প্রেক্ষিতে রাহুলকে নোটিশ পাঠিয়ে জবাব চায় শীর্ষ আদালত। গতকাল হলফনামা দেন রাহুল। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। আজ ফের তাঁকে নোটিশ পাঠানো হল।