দিল্লি, 28 এপ্রিল : ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতারণার অভিযোগে 50 জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) ৷ এই ঘটনা সামনে আসতেই BJP-র সমালোচনা করলেন রাহুল গান্ধি । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই তালিকা সংসদে গোপন করেছে । কারণ এই তালিকায় BJP-র বন্ধুরা অন্তর্ভুক্ত রয়েছে।
রাহুল গান্ধি একটি ভিডিয়ো পোস্ট করেন টুইটারে ৷ সেখানে লেখেন, "আমি সংসদে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম ৷ 50 জন শীর্ষ ব্যাঙ্ক প্রতারকদের নাম বলুন। অর্থমন্ত্রী জবাব দিতে রাজি হননি। এখন RBI নীরব মোদি, মেহুল চোকসি ও BJP-র অন্য বন্ধুদের নাম তালিকায় রেখেছে। এই কারণেই BJP সেদিন এগুলি সংসদে লুকিয়ে রেখেছিল।"