পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মৃত্যুবার্ষিকীতে ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য মোদির, ঠাকুমাকে স্মরণ রাহুল-প্রিয়াঙ্কার

1984 সালে ঠিক আজকের দিনেই খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধি ৷

INDIRA GANDHI
36 তম মৃত্যুবার্ষিকীতে ইন্দিরা গান্ধির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধির

By

Published : Oct 31, 2020, 2:03 PM IST

Updated : Oct 31, 2020, 4:37 PM IST

দিল্লি, 31 অক্টোবর : ইন্দিরা গান্ধির মৃত্যুদিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শক্তি স্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । ঠাকুমাকে স্মরণ করলেন রাহুল গান্ধি ৷

আজ ইন্দিরা গান্ধির 36 তম মৃত্যুবার্ষিকী ৷ 1984 সালে ঠিক আজকের দিনেই খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধি৷ টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আর দিল্লির শক্তি স্থল স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷

অন্যদিকে, ঠাকুমার 36 তম মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে একটি ছবি পোস্ট করলেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লেখেন , " মিথ্যার থেকে সত্যিতে ৷ অন্ধকার থেকে আলোয় ৷ মৃত্যু থেকে জীবনে ৷ এই শব্দগুলিতে বাঁচার অর্থ শেখানোর জন্য ঠাকুমা তোমাকে ধন্যবাদ ৷ "

Last Updated : Oct 31, 2020, 4:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details