দিল্লি , 13 মে : কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ৷ এই পরিস্থিতিতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষের কথা মাথা রেখে এই বিষয়ে বেশ কয়েকটি আবেদন জানিয়ে যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া ৷ পাশাপাশি ,চিঠিতে চারমাসের জন্য গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে গৃহ ঋণ সুদ মুকুব ও কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুবের আবেদন জানান তিনি ৷
প্রিয়াঙ্কা গান্ধী চিঠিতে লেখেন , ‘‘আপনি জানেন , কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে সকলেই ক্ষতিগ্রস্ত ৷ বিশেষ করে গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষ ৷ অর্থনৈতিক দুরবস্থা গ্রাস করেছে মধ্যবিত্ত শ্রেণীকে ৷ ছোটো ব্যবসাগুলি টিকে থাকার জন্য যুদ্ধ করছে ৷ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ৷ এই সময় এই মানুষগুলির পাশে দাঁড়ানোর দরকার ৷’’
তাই মধ্যবিত্তদের গৃহঋণ মুকুবের আবেদন জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন , ‘‘শিক্ষা ক্ষেত্র এবং গৃহ ঋণ মধ্যবিত্তদের ব্যয়ের একটি প্রধান অংশ ৷ এই পরিস্থিতিতে প্রাইভেট স্কুলগুলি যদি ফি না নেয় তাহলে অনেক সুবিধা হবে ৷’’ এছাড়া , মধ্যবিত্তদের জন্য গৃহ ঋণ সুদ মুকুব করার পাশাপাশি বাড়ির EMI ছয় মাসের জন্য স্থগিত করার পরামর্শ দিয়েছেন তিনি ৷
কৃষকদের কল্যাণের কথা মাথায় রেখে তিনি তাঁদের জন্য চার মাসের বিদ্যুৎ বিল মুকুবের আবেদন জানিয়েছেন ৷ মাঝারি ও ছোটো শিল্পগুলিও যাতে টিকে থাকতে পারে তার জন্য আবেদন জানিয়ে তিনি চিঠিতে লেখেন , ‘‘উত্তরপ্রদেশের মাঝারি ও ছোটো শিল্পগুলি অর্থনীতির মেরুদণ্ড ৷ রাজ্যের বেশিরভাগ মানুষ এর উপর নির্ভর করে আছে ৷ তারা এখন সংকটে ৷ চাহিদা ও সরবরাহ বন্ধ ৷ ফলে এই শিল্পের মালিক ও শ্রমিক শ্রেণী সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷ তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণ ও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার পাশাপাশি সরকারকে কার্পেট , বস্ত্রশিল্প ও চিকন কাজ-সহ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের তাঁতি ও শ্রমিকদের জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে ৷’’
20 এপ্রিল উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবার মৃত্যুতে চিঠিতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ৷ মুখ্যমন্ত্রীর বাবার মৃত্যুর পর এই প্রথম তাঁকে চিঠি লিখলেন সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা ৷