দিল্লি, 25 মে : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি । আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি । জানা গেছে, 30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি ।
30 মে প্রধানমন্ত্রী পদে শপথ মোদির - ramnath kovind
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি । আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি । জানা গেছে, 30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি ।
এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় অমিত শাহর নেতৃত্বাধীন প্রতিনিধি দল । সেই দলে ছিলেন, প্রকাশ সিং বাদল, রাজনাথ সিং, নীতীশ কুমার, রামবিলাস পাসওয়ান, সুষমা স্বরাজ, উদ্ধব ঠাকরে, নীতিন গড়কড়ি, কে পালানস্বামী, কনরাড সাংমা । তাঁরা রাষ্ট্রপতির হাতে একটি চিঠি তুলে দেন । সেই চিঠিতে লেখা ছিল, NDA-র সংসদীয় কমিটির নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি ।
এরপর 9টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছান নরেন্দ্র মোদি । তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানান । এরপর আজই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি । তবে, শপথ নেওয়া এখনও বাকি । জানা গেছে 30 মে শপথ নেবেন মোদি ।