পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এপিডেমিক ডিজ়িজ়েস অ্যাক্টের সংশোধনীতে অনুমোদন রাষ্ট্রপতির - কোরোনা

আজ এপিডেমিক ডিজ়িজ়েস অ্যাক্টের সংশোধনীতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এই সংশোধনী অনুযায়ী, যদি কেউ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী উপর আক্রমণ করেন, তাহলে তা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে । ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত হতে পারে জেল ।

Ramnath Kovind
রামনাথ কোবিন্দ

By

Published : Apr 23, 2020, 9:59 AM IST

Updated : Apr 23, 2020, 11:11 AM IST

দিল্লি, 23 এপ্রিল : কোরোনা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের । তাই তা রুখতে 120 বছরের পুরানো এপিডেমিক ডিজ়িজ়েস অ্যাক্টে সংশোধনী আনার কথা গতকাল জানিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাওড়েকর । আজ সেই এপিডেমিক ডিজ়িজ়েস অ্যাক্টের সংশোধনীতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এই সংশোধনী অনুযায়ী, যদি কেউ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করেন, তাহলে তা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে । ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত হতে পারে জেল ।

গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছিলেন, "এই পরিস্থিতিতে একদিকে যখন দেশের মানুষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্যালিউট জানাচ্ছেন, ঠিক তখনই একাংশ তাঁদের উপর চড়াও হচ্ছেন । মনে করছেন এই স্বাস্থ্যকর্মীরা ভাইরাস ছড়াচ্ছেন । কিন্তু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না । এক্ষেত্রে অপরাধীর ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে । পাশাপাশি 50 হাজার থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে । অপরাধ যদি গুরুতর হয়, তাহলে 5 লাখ পর্যন্ত জরিমানা হতে পারে ।"

কয়েকদিন ধরে দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের নানা খবর সামনে এসেছে । ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডিয়ান মেডিকল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন ৷ বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে সরকারের ।

Last Updated : Apr 23, 2020, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details