দিল্লি, 12 অগাস্ট : দেশবাসীকে 'ইদ উল আজ়হা'-র শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ইদ উল আজ়হা' বকরি ইদ নামেও পরিচিত ।
টুইটে রাষ্ট্রপতি লেখেন, "সকল দেশবাসীকে ইদ মোবারক । বিদেশে থাকা মুসলিম ভাই ও বোনেদেরও জানাচ্ছি । মানবতার প্রতি প্রেম, ভ্রাতৃত্ব ও সেবার প্রতীক এই ইদ উল আজ়হা । আমাদের বহু সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই সর্বজনীন মূল্যবোধের প্রতি আমাদের আত্মনিয়োগ করতে হবে ।" টুইটারে শুভেচ্ছাবার্তায় উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু লেখেন, "আমি ইদ-উল-আজ়হা উপলক্ষ্যে দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই । এই উৎসব নিষ্ঠা, বিশ্বাস ও ত্যাগ, ভ্রাতৃত্ব, মমতা ও একতার অনুভূতিকে অনুপ্রাণিত করে । ইদ-উল-আজ়হারের মহৎ আদর্শগুলি আমাদের জীবনে ও দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক ।"