দিল্লি, 4 জুলাই : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ আষাঢ় পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন । এছাড়াও আজকের দিনটি ধর্ম চক্র দিবস হিসাবে পালিত হয়ে থাকে। আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনে এক অনুষ্ঠানে এই পুণ্য দিনের শুভেচ্ছা দিয়ে তিনি বলেন" ভারত হল ধর্মের উৎস ভূমি। "
আষাঢ় পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা
গুরু পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ দেশবাসীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি দেশবাসীকে কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে চলতে অনুরোধ করেন।
আজকের এই দিনটির মাহাত্ম্য বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন," প্রায় 2,500 বছর আগে আজকের এই দিনটিতে গৌতম বুদ্ধ ধর্ম চক্র প্রবর্তন করেন। তারপর থেকেই, ধর্ম চক্র' আধ্যাত্মিক সন্ধানীদেরকে পার্থিব জীবনের ধাঁধাঁ থেকে বেরিয়ে আসার পথ হিসাবে কাজ করেছে । এটি পৌরাণিক হলেও এর বিজ্ঞান সম্মত দিকটা ভুললে চলবে না। "রাষ্ট্রপতি আরও বলেন," গৌতম বুদ্ধ প্রবর্তিত এই ধর্ম চক্র সনাতন হলেও সাইকো-থেরাপির সাথে এটি সাদৃশ্যপূর্ণ।"তিনি আরও বলেন, দিনটি গুরু পূর্ণিমা হিসাবেও পরিচিত । হিন্দু এবং জৈনরা তাদের আধ্যাত্মিক গুরু কে এই দিনেই শ্রদ্ধা জ্ঞাপন করে। আজকের এই দিনটি রাষ্ট্রপতি ভবনে সমারোহে পালিত হচ্ছে বলে জানান তিনি।
দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি দেশবাসীকে সাধারণ স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন। বিশেষ করে জোর দেন সামাজিক দূরত্ব মেনে চলার উপর।