পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2021-এ মমতার রাজনৈতিক জীবনের ইতি : বাবুল সুপ্রিয়

সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন । একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পথ দেখে নিতে হবে বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "আমি ভগবানের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দীর্ঘায়ু হন, তবে তাঁর রাজনৈতিক জীবনে ইতি পড়বে 2021 সালেই । কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও BJP সরকার গঠন করবে ।"

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়

By

Published : Oct 31, 2020, 8:46 PM IST

Updated : Nov 1, 2020, 10:25 AM IST

দিল্লি, 31 অক্টোবর : রাজ্যজুড়ে বাড়তে থাকা হিংসা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । বললেন, "রাজনৈতিক হত্যা একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের USP।"

ETV ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন বাবুল সুপ্রিয় । তাঁর অভিযোগ, বাংলায় সরকারি মদতপুষ্ট রাজনৈতিক হত্যায় ইন্ধন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এই ধরনের হিংসার ঘটনায় তাঁর দল কোনওভাবেই জড়িত নয় বলে জানান তিনি ।

বাবুল সুপ্রিয় বলেন, "BJP কোনওদিনই আক্রমণাত্মক মনোভাব দেখায়নি । আমরা গোটা দেশে 'সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাস করি । পশ্চিমবঙ্গও তাঁর বিকল্প নয় । বিগত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সরকারের মদতপুষ্ট হিংসার বাতাবরণের দিকে ঢেলে দিয়েছেন । রাজ্যে প্রতি দু'দিন অন্তর একজন খুন হন ।"

সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন । একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পথ দেখে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি । তিনি বলেন, "আমি ভগবানের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দীর্ঘায়ু হন । তবে তাঁর রাজনৈতিক জীবনে ইতি পড়বে 2021 সালেই । কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও BJP সরকার গঠন করবে ।"

"2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে ইতি পড়বে", একান্ত সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয়

রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি কতটা উদ্বেগজনক ?

মুখ্যমন্ত্রী রাজ্যে বোমা বানানোর কারখানা তৈরি করছেন আর সেই সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছেন । রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ETV ভারতের সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ।

তিনি বলেন, "সত্য়িটা হল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটি বোমা তৈরির কারখানা তৈরি করেছেন । বামেরা যেভাবে রোহিঙ্গা ও বাংলাদেশিদের রেশন কার্ড দিয়ে ভোট ব্যাঙ্ক বানিয়েছিল, তৃণমূলও সেই একই কাজ করছে । একটা সময় ছিল যখন মমতা বন্দ্য়োপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের জন্য আশঙ্কার কারণ । কিন্তু আজ তাদের এবং রোহিঙ্গাদের ভোটব্যাঙ্কে পরিণত করা হয়েছে । রাজনৈতিক হত্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের USP ।"

বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে BJP-র কোনও মুখ রয়েছে ?

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে নির্বাচনী লড়াইয়ে মুখ্যমন্ত্রী করার মতো কোনও মুখ BJP-র নেই । এই পরিস্থিতিতে কলকাতায় নরেন্দ্র মোদির ভার্চুয়াল দুর্গাপুজোর অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র উপস্থিতি নিয়ে অনেকেই কথা বলতে শুরু করেছিলেন । যদিও বাবুল সুপ্রিয় বলছেন, "মুখ্যমন্ত্রী হিসাবে কোনও মুখ থাক বা না থাক, দলের সকল নেতা একসঙ্গে একই আদর্শ নিয়ে কাজ করেন ।"

পাশাপাশি দিল্লির দূষণ নিয়েও আজ কথা বলেন পরিবেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । বললেন, "শুধুমাত্র গাছের শুকনো অংশ ও খরকুটো পোড়ানোই বায়ুদূষণের একমাত্র কারণ নয় । খরকুটো পোড়ানো বন্ধ করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে । এই সমস্যা একদিনে আসেনি, একদিনে যাবেও না । শুধুমাত্র সরকারকে আক্রমণ করলে সমস্যা দূর হয়ে যাবে না ।"

Last Updated : Nov 1, 2020, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details