দিল্লি, 2 নভেম্বর : দিল্লির তিস হাজ়ারি আদালত চত্বরে আজ পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় । এর জেরে একজন আইনজীবী জখম হয়েছেন । সূত্রের খবর তিনি গুলিবিদ্ধ হয়েছেন । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আদালত চত্বরে পুলিশ একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । এছাড়া এই সংঘর্ষের আগে পুলিশের মারে আরও একজন আইনজীবী জখম হয়েছেন বলে জানা গেছে । আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসা হয় । তারপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । জখম আইনজীবীদের সেন্ট স্টিফেনস হাসপাতালে ভরতি করা হয়েছে ।
দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কে সি মিত্তল বলেন," তিস হাজারি পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । প্ররোচনা ছাড়াই পুলিশ আইনজীবীদের উপর হামলা করেছে । হামলায় এক আইনজীবী গুরুতর জখম হয়েছেন । আর এক আইনজীবীকে লকআপে মারধর করা হয়েছে । এই ঘটনায় জড়িত পুলিশদের অবিলম্বে বরখাস্ত করে আইনি প্রক্রিয়া শুরু উচিত । আমরা দিল্লির আইজীবীদের সঙ্গে আছি। "
দিল্লির আদালত চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষ, পুড়ল গাড়ি - পুলিশ
দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আজ পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় । এর জেরে একজন আইনজীবী জখম হয়েছেন । সূত্রের খবর তিনি গুলিবিদ্ধ হয়েছেন ।
delhi
তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার জয় বিসওয়াল বলেন ,"আদালতে আসার সময় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ি ধাক্কা মারে । ওই আইনজীবী প্রতিবাদ করলে 6 পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় । সেখানে তাঁকে বেধড়ক মারধর করে । খবর পেয়ে আমরা থানায় যাই । কিন্তু আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি । আমাদের সঙ্গে 6 জন বিচারকও ছিলেন । বিচারকরা যখন থানা থেকে ফিরছিলেন তখন পুলিশ গুলি চালায় । "
Last Updated : Nov 2, 2019, 8:10 PM IST