পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PMO-কে পাবলিসিটি মিনিস্টারের অফিস বানিয়েছেন মোদি : রাহুল

"প্রধানমন্ত্রীর অফিসকে (PMO) পাবলিসিটি মিনিস্টারের অফিস বানিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি।" আজ ইম্ফলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় এমনই অভিযোগ আনলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি।

রাহুল

By

Published : Mar 20, 2019, 11:32 PM IST

ইম্ফল, ২০ মার্চ : "প্রধানমন্ত্রীর অফিসকে (PMO) পাবলিসিটি মিনিস্টারের অফিস বানিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি।" আজ ইম্ফলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় এমনই অভিযোগ আনলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি।

সভায় রাহুল প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কেউ কিছু জানে না। কেউ জানেন না তিনি আদৌ বিশ্ববিদ্যালয় গেছেন কী না। এই সংক্রান্ত RTI আবেদনেরও কোনও উত্তর আসেনি।"

তিনি ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু হতে দেবে না। সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি আপনাদের বলছি, কংগ্রেস আপনাদের সংস্কৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হতে দেব না।"

নোটবাতিল নিয়েও মোদিকে তোপ দাগেন। রাহুল বলেন, "প্রধানমন্ত্রী RBI-কে বাইপাস করে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরকমভাবেই প্রধানমন্ত্রী অ্যাড-হক সিদ্ধান্ত নিয়ে থাকেন।"

ABOUT THE AUTHOR

...view details