পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেলায় গিয়ে নিজের টাকা দিয়ে লিট্টি-চোখা খেলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে চলা হুনার হাট হস্তশিল্প মেলায় আচমকা হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গী ছিলেন মুখতার আব্বাস নকভি ৷ প্রধানমন্ত্রী মেলায় বিক্রি হওয়া লিট্টি-চোখা ও কুলহারের চা খান ৷

PM Narendra Modi eating Litti-Chokha In Hunar Haat in Delhi
লিট্টি-চোখায় মধ্যাহ্নভোজন প্রধানমন্ত্রীর

By

Published : Feb 20, 2020, 3:25 PM IST

Updated : Feb 20, 2020, 4:23 PM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি: মেলায় এসে ঘুরে দেখলেন বিভিন্ন দোকান ৷ খেলেন লিট্টি-চোখা ও কুলহারের চা ৷ পকেট থেকে টাকা বের করে দাম দিতে গেলে অপ্রস্তুত হয়ে পড়ে দোকানিরা ৷ তিনি তো আর পাঁচটা সাধারণ মানুষ নন, তিনি দেশের প্রধানমন্ত্রী ৷ তার থেকে টাকা নেওয়া ঠিক হবে কি না সেই ভাবনাতেই যখন ব্যস্ত দোকানিরা, তিনি নিজেই তখন আশ্বাস দিয়ে বললেন টাকা নিতে ৷ তার অনুরোধই আদেশের মত কাজ করল দোকানিদের কাছে ৷

দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে রাজপথে চলছে ‘হুনার হাট’ ৷ কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠকের পরই প্রধানমন্ত্রী আচমকা হাজির হন এই মেলায়, তারসঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও ৷ মেলায় তারা ঘোরেন 50 মিনিট ৷ দিল্লিতে চলা এই মেলার আয়োজন করেছে সংখ্যালঘু মন্ত্রক ৷ প্রধানমন্ত্রী যে এই মেলায় আসবেন, তা আগে থেকে জানতেন না কেউই ৷ মেলায় হঠাৎ আগত প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় জমান দর্শকরা, তাদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের ৷

মেলায় ঘুরতে ঘুরতে পৌছে যান খাবারের অংশ ‘বাবুর্চিখানা’য় ৷ সেখানের এক স্টল থেকেই কেনেন বিহারের বিখ্যাত লিট্টি-চোখা ও কুলহারের চা, মধ্যাহ্নভোজন সারেন তা দিয়েই ৷ লিট্টি-চোখার দাম ছিল 120 টাকা ও দুই কাপ কুলহারের চায়ের দাম 40 টাকা ৷ মেলার বাকি দর্শক-ক্রেতাদের মতই প্রধানমন্ত্রীও দাম মিটিয়ে দেন ৷ নিজের ছবি টুইটারে পোস্ট করেন মোদি ।

আগামী 23 ফেব্রুয়ারি অবধি চলবে হুনার হাট ৷ এই মেলার থিম হল ‘‘কৌশল কো কাম’’ ৷ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের তৈরি নানা সামগ্রী নিয়ে হাজির হন এই মেলায় ৷ শিল্পীদের মধ্যে 50 শতাংশই মহিলা ৷ বাবুর্চিখানাতে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের নানা বিখ্যাত খাবার ৷

প্রধানমন্ত্রী মেলায় ঘুরে দেখেন বিভিন্ন স্টল, পুরোনো দিনের ডিজাইনে তৈরি ঘর সাজানোর নানা সামগ্রী খুটিয়ে দেখেন তিনি ৷ বাজান একটি যন্ত্রও, সেই ভিডিয়োও টুইটারে পোস্ট করেন তিনি ৷ শিল্পীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে হস্তশিল্পের করুণ দশা ও নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ৷ তবে প্রধানমন্ত্রীর লিট্টি-চোখা খাওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক ৷ সমালোচকরা বলছেন, আসন্ন বিহার নির্বাচনে ভোটারদের মন পেতেই প্রধানমন্ত্রীর এই পদ নির্বাচন ৷

Last Updated : Feb 20, 2020, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details