দিল্লি, 6 অগাস্ট : এক বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন তিনি । দেশের দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ । সুষমা স্বরাজ । আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর ।
টুইটারে তিনি লেখেন, "সুষমা স্বরাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । এভাবে অসময়ে তাঁর চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক । তাঁর এভাবে চলে যাওয়ায় অনেকই শোকস্তব্ধ । তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।"
হৃদযন্ত্র বিকল হয়ে গতবছর এই দিনে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর । মৃত্যুর ঘণ্টাখানেক আগে পর্যন্তও সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি । মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেছিলেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷" আর এই টুইটের ঘণ্টা তিনেক পরেই সংসদভবন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ।