পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা প্রধানমন্ত্রীর - death anniversary of Sushma Swaraj

"তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।" দেশের প্রথম মহিলা বিদেশমন্ত্রীর সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকীতে টুইট প্রধানমন্ত্রীর ।

Sushma Swaraj
সুষমা স্বরাজ

By

Published : Aug 6, 2020, 5:34 PM IST

দিল্লি, 6 অগাস্ট : এক বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন তিনি । দেশের দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান মুখ । সুষমা স্বরাজ । আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর ।

টুইটারে তিনি লেখেন, "সুষমা স্বরাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । এভাবে অসময়ে তাঁর চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক । তাঁর এভাবে চলে যাওয়ায় অনেকই শোকস্তব্ধ । তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছিলেন । বিশ্বের দরবারে দেশের হয়ে আওয়াজ তুলেছিলেন তিনি ।"

হৃদযন্ত্র বিকল হয়ে গতবছর এই দিনে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর । মৃত্যুর ঘণ্টাখানেক আগে পর্যন্তও সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি । মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগেও টুইটারে সক্রিয় ছিলেন তিনি ৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেছিলেন, "এই দিনটার প্রতীক্ষাতেই ছিলাম ৷" আর এই টুইটের ঘণ্টা তিনেক পরেই সংসদভবন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ।

দেশের রাজনীতির আঙিনায় তিনি ছিলেন এক অনন্য অধ্যায় । তিনি একমাত্র মহিলা সাংসদ ছিলেন, যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন ৷ তৎকালীন সময়ে অ্যামেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে তাঁকে ভারতের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদের তকমা দেওয়া হয়েছিল ৷

মাত্র 25 বছর বয়সে সুষমা স্বরাজ জনতা পার্টির সরকারে প্রথম মন্ত্রী হয়েছিলেন ৷ এরপর 1979 সালে 27 বছর বয়সে হরিয়ানার জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট ৷ 1987-1990 সাল হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি ও লোকদলের জোট সরকার ৷ তখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৷

2003- 2004 ৷ তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পটনা, রায়পুর ও হৃষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে ওঠে ৷ লোকসভা হোক বা বিধানসভা, তাঁর বাগ্মিতায় মুগ্ধ হতেন তাবড় তাবড় রাজনীতিক ৷ 2014 সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি ৷ দায়িত্ব পান বিদেশমন্ত্রকের ৷ দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ ।

ABOUT THE AUTHOR

...view details