পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহালয়ার শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর - Mahalaya

সবাইকে শুভ মহালয়া জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "আশা করি সবার জীবন আনন্দে ভরে উঠুক ৷ সবাই সুস্থ ও ভালো থাকুক ৷ আমাদের সমাজের উপর মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকুক ৷"

Narendra Modi

By

Published : Sep 28, 2019, 7:25 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : মহালয়ার শুভেচ্ছাবার্তা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সবাইকে শুভ মহালয়া জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "আশা করি সবার জীবন আনন্দে ভরে উঠুক ৷ সবাই সুস্থ ও ভালো থাকুক ৷ আমাদের সমাজের উপর মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকুক ৷"

7 দিনের অ্যামেরিকা সফর শেষে আজই দেশে ফেরেন প্রধানমন্ত্রী ৷ দেশে ফেরার আগে আমেরিকাবাসীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বার্তা দিতেও টুইটারের সাহায্য নেন তিনি । লেখেন, "আমেরিকাবাসীর অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ ৷ আমি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অ্যামেরিকা সরকারের সবাইকে ধন্যবাদ জানাতে চাই ।"

এদিকে আজ টুইট করে প্রধানমন্ত্রী জানান, আগামীকাল সকাল 11টার সময় 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন ।

ABOUT THE AUTHOR

...view details